ফালুজা শহরের কাছাকাছি পৌঁছে গেছে ইরাকি সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i10657-ফালুজা_শহরের_কাছাকাছি_পৌঁছে_গেছে_ইরাকি_সেনাবাহিনী
ইরাকের আল- আনবার প্রদেশের গুরুত্বপূর্ণ ফালুজা শহরকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে মুক্ত করার লক্ষ্যে দেশটির সেনাবাহিনী পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৯, ২০১৬ ১৮:৪১ Asia/Dhaka
  • ফালুজা শহরের কাছাকাছি পৌঁছে গেছে  ইরাকি সেনাবাহিনী

ইরাকের আল- আনবার প্রদেশের গুরুত্বপূর্ণ ফালুজা শহরকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে মুক্ত করার লক্ষ্যে দেশটির সেনাবাহিনী পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে।

ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার রাসুল ইয়াহিয়া বলেছেন, "আমরা ফালুজা শহরের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছি এবং এর কাছাকাছি অবস্থানে রয়েছি। অবশ্যই আমরা ফালুজা শহরকে বিচ্ছিন্ন করার পাশাপাশি এর চারপাশ ঘিরে রেখেছি।" তিনি বলেন, ফালুজা মুক্ত করার প্রথম দফা অপারেশন সম্পূর্ণ হয়েছে। এ ক্ষেত্রে সেনাবাহিনীর লক্ষ্য পূরণ হয়েছে বলেও জানান তিনি।

ফালুজা শহরে প্রায় ৫০,০০০ হাজার মানুষ অবরুদ্ধ হয়ে আছে। দায়েশের সঙ্গে লড়াইয়ে অনিচ্ছুক ব্যক্তিরা না খেয়ে মারা যাচ্ছে বলে জাতিসংঘ এক প্রতিবেদন জানিয়েছে। গতকাল (শনিবার) ইরাকি সেনাবাহিনী জানিয়েছে, ফালুজার ফ্রন্ট লাইনে যাতায়াত এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দায়েশের তৈরি করা ভূগর্ভস্থ একটি টানেলের খোঁজ পেয়েছে তারা।

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আল-আনবার প্রদেশের ফালুজা শহরটি ২০১৪ সালে দায়েশ দখল করে নিয়েছিল। গদ ডিসেম্বরে আল-আনবার প্রদেশের রাজধানী রামাদি পুনর্দখল করে ইরাকি সেনাবাহিনী।#

পার্সটুডে/বাবুল আখতার/সিরাজুল ইসলাম/২৯