ইসরায়েলের অপরাধ বন্ধে মুসলিম দেশগুলোকে বাস্তব পদক্ষেপ নিতে হবে: ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i152034-ইসরায়েলের_অপরাধ_বন্ধে_মুসলিম_দেশগুলোকে_বাস্তব_পদক্ষেপ_নিতে_হবে_ইরানের_প্রেসিডেন্ট
পার্সটুডে-ইরানের প্রেসিডেন্ট এবং ইরাকের প্রধানমন্ত্রী ইহুদিবাদী ইসরায়লি অপরাধের পুনরাবৃত্তি বন্ধ এবং প্রতিরোধের লক্ষ্যে গুরুতর বাস্তব পদক্ষেপের জন্য মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
(last modified 2025-09-18T09:12:31+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১৩:০৪ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আস-সুদানি
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আস-সুদানি

পার্সটুডে-ইরানের প্রেসিডেন্ট এবং ইরাকের প্রধানমন্ত্রী ইহুদিবাদী ইসরায়লি অপরাধের পুনরাবৃত্তি বন্ধ এবং প্রতিরোধের লক্ষ্যে গুরুতর বাস্তব পদক্ষেপের জন্য মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

সোমবার কাতারের দোহায় ইসলামী দেশ এবং আরব লীগের জরুরি শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আস-সুদানির সঙ্গে দেখা করেন এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধের ধারাবাহিকতা, তীব্রতা এবং সম্প্রসারণের কথা উল্লেখ করে। তিনি বলেন,  "একদিকে ইহুদিবাদী শাসক গোষ্ঠী গাজার অসহায় জনগণের উপর ক্রমাগত বোমাবর্ষণ করে অপরাধ করছে এবং অন্যদিকে শিশু, নারী এবং পুরুষদের ক্ষুধার্ত অবস্থায় রেখে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এটি কোনওভাবেই সহ্য করা যায় না এবং ইহুদিবাদী সরকারের এই অপরাধ এবং বর্বরতা বন্ধ করার জন্য মুসলমানদের বাস্তবে "একতাবদ্ধ হাত" হিসেবে কাজ করতে হবে।"

পার্স টুডে অনুসারে পেজেশকিয়ান বলেছেন যে ইহুদিবাদী শাসক গোষ্ঠী যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাঝখানে ইরানকে লক্ষ্য করেছিল ঠিক তেমনি ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ নেতাদের বৈঠকস্থলেও বোমা হামলা চালিয়েছে যখন তারা আমেরিকান শান্তি প্রস্তাব বিবেচনা করছিল। "এই আচরণগুলো প্রমাণ করে যে আমেরিকান এবং পশ্চিমাদের কূটনীতি এবং মানবাধিকার সম্পর্কে দাবি মিথ্যা।" ইরাকি প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের সুযোগের প্রশংসা করে বলেন,  "ক্রমবর্ধমান পরিস্থিতি বজায় রাখা এবং শক্তিশালী করা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে সম্পর্ক উন্নত করা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ক্ষেত্রে তাদের মধ্যে সমস্ত চুক্তি বাস্তবায়ন ত্বরান্বিত করা গুরুত্বের সাথে অনুসরণ করা হচ্ছে।"

কাতারের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের আগ্রাসনের কথা উল্লেখ করে মোহাম্মদ শিয়া আস-সুদানি আরও যোগ করেছেন: "এই ঘটনাটি দেখায় যে ইসরায়েল সমস্ত আন্তর্জাতিক আইন এবং কাঠামোকে উপহাস করেছে এবং লঙ্ঘন করেছে  এবং এই পরিস্থিতিতে মুসলিম দেশগুলোকে এই সরকারের অপরাধ বন্ধ করার জন্য গুরুতর ব্যবহারিক ব্যবস্থা গ্রহণের জন্য বৃহত্তর সমন্বয়ের সাথে তাদের সমস্ত সরঞ্জাম এবং সুযোগ-সুবিধা ব্যবহার করতে হবে।"#

 

পার্সটুডে/এমবিএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।