ইসরাইল, তুরস্ক ও আমেরিকাকে ‘উপযুক্ত জবাব’ দেয়ার হুমকি
(last modified Thu, 28 Apr 2022 08:14:34 GMT )
এপ্রিল ২৮, ২০২২ ১৪:১৪ Asia/Dhaka
  • সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
    সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়

ইহুদিবাদী ইসরাইল, তুরস্ক ও আমেরিকার সেনারা সিরিয়ায় মাঝেমধ্যে যেসব ভয়াবহ হামলা চালায় তার ‘উপযুক্ত জবাব’ দেয়ার হুমকি দিয়েছে দামেস্ক। সিরিয়া সরকার বলেছে, দেশটির বিভিন্ন স্থাপনা ও নাগরিকদের ওপর বহিঃশক্তির হামলার জবাব দেয়ার অধিকার দামেস্ক সংরক্ষণ করে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এ হুঁশিয়ারি দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় চার সিরীয় সৈন্য নিহত হওয়ার পর একই দিন গুতেরেসের কাছে ওই চিঠি পাঠানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলাকে ‘নির্লজ্জ এবং কাপুরুষোচিত আগ্রাসন’ বলে অভিহিত করেছে। সেইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং মহাসচিবের দপ্তর থেকে এ হামলার নিন্দা জানানোর দাবি জানানো হয়েছে। স্বাধীন-সার্বভৌম দেশের ওপর আগ্রাসন না চালানোর ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে প্রস্তাব রয়েছে তা মেনে চলতে ইসরাইলকে বাধ্য করারও আহ্বান জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

গুতেরেসকে লেখা চিঠিতে ওই মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার ভূমিতে সিরিয়ার জনগণের ওপর তুর্কি ও মার্কিন সেনারা ধারাবাহিকভাবে যে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা তাতে নতুন মাত্রা যোগ করেছে। এটি আরো বলেছে, সিরিয়ায় যুদ্ধ দীর্ঘায়িত করার লক্ষ্যে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক শক্তি হিসেবে এসব হামলা চালানো হচ্ছে।

সিরিয়ায় তৎপর কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনের অজুহাতে তুরস্ক ২০১৬ সালে সিরিয়ার উত্তরাঞ্চল সেনা মোতায়েন করে। দামেস্ক এই ঘটনার প্রচণ্ড বিরোধিতা করা সত্ত্বেও দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘনকারী এ পদক্ষেপ থেকে সরে যায়নি আঙ্কারা। অন্যদিকে আমেরিকা উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) দমনের অজুহাতে ২০১৪ সালে সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করে। ২০১৭ সালে সিরিয়া সরকার ও তার মিত্ররা মিলে দেশটি থেকে দায়েশকে উৎখাত করার পরও নিজের সেনা সরিয়ে নেয়নি আমেরিকা।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।