এই প্রথম
ফিলিস্তিনের গাজার সমাবেশে ভাষণ দেবেন ইরানের জেনারেল
বিশ্ব কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিনের গাজায় আয়োজিত সমাবেশে আজ (বৃহস্পতিবার) ভিডিও লিঙ্কের মাধ্যমে সরাসরি ভাষণ দেবেন আইআরজিসি'র শীর্ষ কমান্ডার জেনারেল হোসেইন সালামি।
এই প্রথম ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান গাজার কোনো সমাবেশে ভাষণ দেবেন।
আগামীকাল বিশ্ব কুদস দিবস। ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.) প্রত্যেক রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস হিসেবে ঘোষণা করেন। ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি সমর্থন জোরদারের লক্ষ্যে কুদস দিবস ঘোষণা করেন তিনি।
বিশ্ব কুদস দিবস সামনে রেখেই আজ গাজায় এক অনুষ্ঠানের আয়োজন করেছে ফিলিস্তিন কুদস কমিটি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ নেতারা।
গত বছরের যুদ্ধে শহীদ ফিলিস্তিনিদের পরিবারকে সেখানে বিশেষভাবে সম্মান প্রদর্শন করা হবে। গত বছরের রমজানে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিরা যে অভিযান পরিচালনা করে তা 'সোর্ড অব কুদস' নামে পরিচিত।
আজকের অনুষ্ঠানে জেনারেল সালামি তেহরান থেকে সরাসরি যুক্ত হয়ে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা পুনর্ব্যক্ত করবেন।
ইরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গঠিত হওয়ার পর থেকেই এই বাহিনী ফিলিস্তিনিদের পক্ষে কাজ করছে। আমেরিকার কাপুরুষোচিত হামলায় শহীদ আইআরজিসি'র জেনারেল কাসেম সোলাইমানিকে ফিলিস্তিনিরা আল-আকসার শহীদ হিসেবে ঘোষণা করেছেন।#
পার্সটুডে/এসএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।