ইহুদি ও হিটলারকে জড়িয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য; ক্ষিপ্ত হয়েছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i107444-ইহুদি_ও_হিটলারকে_জড়িয়ে_রুশ_পররাষ্ট্রমন্ত্রীর_মন্তব্য_ক্ষিপ্ত_হয়েছে_ইসরাইল
জার্মান নেতা অ্যাডলফ হিটলার ইহুদি বংশোদ্ভূত ছিলেন বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এতে প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ। শুধু তাই নয়, ইসরাইলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ল্যাভরভের মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৩, ২০২২ ১০:১২ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

জার্মান নেতা অ্যাডলফ হিটলার ইহুদি বংশোদ্ভূত ছিলেন বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এতে প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ। শুধু তাই নয়, ইসরাইলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ল্যাভরভের মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে।

ল্যাভরভের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, “ল্যাভরভের কথা অসত্য এবং উদ্দেশ্য অসৎ।” এছাড়া, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ বলেন, “এমন কথা ক্ষমার অযোগ্য।”

ইসরাইলের ইয়াদ ভ্যাসহেম হলোকাস্ট মেমোরিয়ালের চেয়ারপার্সন ড্যানি ডায়ন বলেন, সের্গেই ল্যাভরভের এমন মন্তব্য ভয়াবহ এবং বিভ্রান্তিকর। অন্যদিকে, রাশিয়ায় আমেরিকার সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফাউল বলেন, “আন্তর্জাতিক কূটনীতিতে ল্যাভরভের মতো ব্যক্তিকে কম গুরুত্ব দেয়া উচিত।”

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি ও পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ

ইউক্রেনের চলমান সামরিক অভিযানের বিষয়ে শুরু থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করে আসছেন, দেশটিকে নাৎসিমুক্ত করতে বিশেষ অভিযান চালাচ্ছে রুশ সেনারা। পুতিন এ দাবি করলেও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একজন ইহুদি।

রোববার ইতালির একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে নাৎসিবাদ সমর্থনের অভিযোগ তোলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেইনকে নাৎসিমুক্ত করতে বিশেষ অভিযান চলছে, মস্কোর এমন অবস্থানের সমর্থনে এ মন্তব্য করেন তিনি। উদাহরণ দিতে গিয়ে ল্যাভরভ আরো বলেন, “আমার যদি সঠিকভাবে মনে থাকে তাহলে হিটলারও ইহুদি বংশোদ্ভূত ছিলেন। বিজ্ঞ ইহুদিরা বলে থাকেন, সবচেয়ে খারাপ ইহুদি-বিদ্বেষীরা সাধরণত নিজেরাই ইহুদি হন। আমার ভুলও হতে পারে।”#

পাসটুডে/এসআইবি/৩