জেরুজালেমের ওপর ইসরাইলের কোনো সার্বভৌম ক্ষমতা নেই: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i107706-জেরুজালেমের_ওপর_ইসরাইলের_কোনো_সার্বভৌম_ক্ষমতা_নেই_হামাস
জেরুজালেম আল-কুদস ও মসজিদুল আকসার ওপর ইহুদিবাদী ইসরাইলের কোনো সার্বভৌম ক্ষমতা নেই বলে ঘোষণা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, জেরুজালেম পরিপূর্ণভাবে ফিলিস্তিনি জনগণের সম্পদ এবং এই নগরীর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তেল আবিব রাখে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৯, ২০২২ ০৯:৫৭ Asia/Dhaka
  • হামাসের পলিটব্যুরো সদস্য ইজজাত আর-রাশক
    হামাসের পলিটব্যুরো সদস্য ইজজাত আর-রাশক

জেরুজালেম আল-কুদস ও মসজিদুল আকসার ওপর ইহুদিবাদী ইসরাইলের কোনো সার্বভৌম ক্ষমতা নেই বলে ঘোষণা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, জেরুজালেম পরিপূর্ণভাবে ফিলিস্তিনি জনগণের সম্পদ এবং এই নগরীর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তেল আবিব রাখে না।

জেরুজালেমের ওপর তেল আবিবের সার্বভৌম ক্ষমতা রয়েছে এবং ইসরাইল কোনো ধরনের বিদেশি দাবির প্রতি ভ্রুক্ষেপ না করেই এ নগরীর ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে বলে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নাফতালি বেনেত দাবি করার পর হামাস এ প্রতিক্রিয়া জানাল।

হামাসের পলিটব্যুরো সদস্য ইজজাত আর-রাশক রোববার গাজায় আরো বলেন, জেরুজালের সম্পর্কে বেনেত যে দাবি করেছেন তার কোনো বাস্তব ভিত্তি নেই বরং এ ধরনের স্বপ্ন ইহুদিবাদীরা তাদের কল্পনার জগতে লালন করে।

ইহুদিবাদী প্রধানমন্ত্রী নাফতালি বেনেত

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ বেনেতের বক্তব্য প্রত্যাখ্যান করছে এবং এ বক্তব্যকে নিজেদের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছে।

আর-রাশক বলেন, গোটা মুসলিম বিশ্বের উচিত ইসরাইলি প্রধানমন্ত্রীর এ বক্তব্যের নিন্দা জানানোর পাশাপাশি এর ভয়াবহতার কথা বিশ্ব জনমতের সামনে তুলে ধরা।

হামাসের এই শীর্ষস্থানীয় নেতা বলেন, জেরুজালেমসহ ফিলিস্তিনের প্রতি ইঞ্চি ভূমি ফিলিস্তিনিদের সম্পদ এবং তারা প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করে ছাড়বে।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।