সিরিয়ার ওপর ইউরোপ তুলে নিতে পারে অর্থনৈতিক নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/west_asia-i107884-সিরিয়ার_ওপর_ইউরোপ_তুলে_নিতে_পারে_অর্থনৈতিক_নিষেধাজ্ঞা
সিরিয়ার ব্যাপারে মার্কিন নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের কোনো কোনো দেশ। কূটনৈতিক সূত্র মতে ওইসব ইউরোপীয় দেশ দামেশকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও বিবেচনায় নিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৩, ২০২২ ১৭:৩৪ Asia/Dhaka
  • সিরিয়ার ওপর ইউরোপ তুলে নিতে পারে অর্থনৈতিক নিষেধাজ্ঞা

সিরিয়ার ব্যাপারে মার্কিন নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের কোনো কোনো দেশ। কূটনৈতিক সূত্র মতে ওইসব ইউরোপীয় দেশ দামেশকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও বিবেচনায় নিয়েছে।

বার্তা সংস্থা স্পুৎনিক আরব এক কূটনীতিকের বরাত দিয়ে এই খবর দিয়েছে। নিষেধাজ্ঞার নীতি ব্যর্থ হবার কারণেই প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানায় স্পুৎনিক। যদিও পশ্চিমা দেশগুলো জর্দান এবং লেবাননের ওপর থেকে অর্থনৈতিক ও সামাজিক চাপ কমানোর প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়ন করে নি।

এদিকে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার ক্ষেত্রে আরব দেশগুলোর দৃষ্টিভঙ্গি আগের মতোই রয়েছে। তবে লেবাননসহ কোনো কোনো আরব দেশ সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ শরণার্থী সমস্যার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। তুরস্ক কিংবা জর্দানের মতো দেশগুলোর তুলনায় সিরিয় শরণার্থীর চাপ লেবাননের জন্য বেশি দু:সহ। লেবাননের প্রায় ত্রিশ শতাংশ অধিবাসী এখন সিরিয়ান।

আরব ওই কূটনীতিক অদূর ভবিষ্যতে সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আশাব্যঞ্জক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।#

পার্সটুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।