ফিলিস্তিনি সাংবাদিক হত্যার প্রতিবাদে তেহরানে সমাবেশ
ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আক্বলেহ হত্যার প্রতিবাদে তেহরানে ফিলিস্তিনি দূতাবাসের সামনে সমাবেশ করেছে ইরানের জনগণ।
ইসরাইলি কর্মকর্তারা আলজাজিরার সাংবাদিক ৫১ বছর বয়স্ক শিরিন আবু আক্বলেহকে পরিকল্পিতভাবে হত্যা করেছে যাতে ইসরাইলি অপরাধযজ্ঞ যথাযথভাবে তুলে ধরার সৎ সাহস দেখাতে না পারেন দেশপ্রেমিক ও স্বাধীনতাকামী ফিলিস্তিনি সাংবাদিকরা এবং বিশ্ববাসীও যেন ইসরাইলি অপরধযজ্ঞের খবরগুলো জানতে না পারে। মাথায় হেলমেট ও বুকে-পিঠে 'প্রেস' শব্দ-খচিত নিরাপত্তার জ্যাকেট থাকা সত্ত্বেও ইসরাইলি শার্পশুটার জুম-ক্যামেরা দিয়ে তার গলা লক্ষ্য করে গুলি চালায়!
আরও এক বিখ্যাত ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করল বর্ণবাদী দখলদার ইসরাইল। ফিলিস্তিনি সাংবাদিক সমিতিগুলো জানিয়েছে ২০০০ সাল থেকে এ পর্যন্ত ইসরাইলি সেনারা অন্তত ৪৬ জন ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে এবং প্রতি বছর ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ৫০০ থেকে ৭০০টি হামলা ও নির্যাতনের ঘটনা ঘটায় দখলদার সেনারা।#