বর্ণবাদী ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্তর্জাতিক জবাবের আহ্বান জানাল ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i108574-বর্ণবাদী_ইসরাইলের_বিরুদ্ধে_ঐক্যবদ্ধ_আন্তর্জাতিক_জবাবের_আহ্বান_জানাল_ইরান
ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে উগ্র ইহুদিবাদীদের গোলযোগ সৃষ্টির প্রচেষ্টার কঠোর নিন্দা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ৩০, ২০২২ ০৭:৫৮ Asia/Dhaka
  • সাঈদ খাতিবজাদে
    সাঈদ খাতিবজাদে

ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে উগ্র ইহুদিবাদীদের গোলযোগ সৃষ্টির প্রচেষ্টার কঠোর নিন্দা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।

একই সঙ্গে তিনি ফিলিস্তিনি জনগণের দৃঢ় প্রতিরোধের প্রশংসা করেছেন এবং সংঘাত সৃষ্টির উসকানির বিরুদ্ধে তিনি ইসরাইলকে হুঁশিয়ার করেছেন।

খাতিবজাদে বলেন, বর্ণবাদী ইসরাইলের হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করার এজেন্ডা মুসলিম বিশ্বের কাছে সবচেয়ে অগ্রাধিকার পাওয়া উচিত। বিশ্বের সমস্ত স্বাধীনতাকামী দেশ বিশেষ করে মুসলিম বিশ্বকে কুদস শহর মুক্ত করার জন্য অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ

গতকাল ২৯ মে পূর্ব বায়তুল মুকাদ্দাস দখলের বার্ষিকী উপলক্ষে উগ্র ইহুদিবাদীরা জেরুজালেমে পতাকা মিছিল বের করে। ফিলিস্তিনিরা ওই কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেয়। এ নিয়ে দুপক্ষ অনেকটা মুখোমুখি অবস্থান নেয়। ফিলিস্তিনের হামাস ও ইসলিম জিহাদ আন্দোলন বলেছে, ইহুদিবাদীরা পবিত্র আল আকসা মসজিদে হামলা চালালে তার কঠোর জবাব দেয়া হবে। আল আকাসা মসজিদকে ফিলিস্তিনের সংগঠনগুলো রেড লাইন বলে ঘোষণা করেছে।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।