গাজায় আল-কুদস ব্রিগেডসের সফল মহড়া; ভিডিও প্রকাশ
(last modified Tue, 21 Jun 2022 10:51:35 GMT )
জুন ২১, ২০২২ ১৬:৫১ Asia/Dhaka

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডসের সামরিক মহড়া সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। গতকাল (সোমবার) গাজায় এই মহড়া শুরু হয়েছিল।

এতে আল-কুদস ব্রিগেডসের ক্ষেপণাস্ত্র ও কামান ইউনিট অংশ নিয়েছে। গাজার উপকূল থেকে সাগরে কল্পিত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে।

এর আগে কুদস ব্রিগেডসের মুখপাত্র আবু হামজা জানিয়েছেন, এই মহড়ায় নানা ধরণের সামরিক কৌশল বাস্তবায়নের অনুশীলন করা হয়েছে। এর মাধ্যমে ফিলিস্তিনি সংগ্রামীদের যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার হবে।

আবু হামজা আরও বলেছেন, ফিলিস্তিনকে মুক্ত করার পাশাপাশি শরণার্থীদের স্বদেশে প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত যে আমাদের সংগ্রাম চলবে তা এই মহড়ার মাধ্যমে শত্রুদেরকে আবারও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

ইসরাইলের বিরুদ্ধে গত বছরের যুদ্ধে ইসলামি জিহাদের সামরিক শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই শাখার ক্ষেপণাস্ত্র ও কামান ই্‌উনিট অত্যন্ত শক্তিশালী বলে জানা গেছে।

এছাড়া ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম বিগ্রেডের সক্ষমতাও দিন দিন ব্যাপক বাড়ছে।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ