ইহুদিবাদী সরকার মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু: তুরস্ককে ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i109834-ইহুদিবাদী_সরকার_মুসলিম_বিশ্বের_এক_নম্বর_শত্রু_তুরস্ককে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল সরকার হচ্ছে মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু। পাশাপাশি ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার প্রতি নিঃশর্ত সমর্থন দেয়ার জন্য তিনি তুরস্কের প্রশংসা করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ২৮, ২০২২ ১২:০৮ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে ইরান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
    সংবাদ সম্মেলনে ইরান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল সরকার হচ্ছে মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু। পাশাপাশি ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার প্রতি নিঃশর্ত সমর্থন দেয়ার জন্য তিনি তুরস্কের প্রশংসা করেন।

গতকাল (সোমবার) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে আঙ্কারায় যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, “আমরা ভুয়া ইসরাইল সরকারকে মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু হিসেবে বিবেচনা করি।”

ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের সমর্থনের প্রশংসা করে আমির আব্দুল্লাহিয়ান বলেন, "আমরা নিশ্চিত যে, তুরস্ক কখনো ফিলিস্তিনি জনগণ এবং বায়তুল মুকাদ্দাস ও আল আকসা মসজিদের স্বাধীনতার প্রশ্ন থেকে দূরে চলে যায় নি।”

ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, ইহুদিবাদী ইসরাইল সম্পর্কে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে, আমরা মনে করি পৃথিবীর যেখানেই যাক না কেন তারা সেখানে সংকট এবং নিরাপত্তাহীনতা সৃষ্টির মূল কারণ হয়ে দেখা দেয়।”

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক প্রধান জোসেফ বোরেল সম্প্রতি ইরানের যে সফর করেছেন সে সম্পর্কেও আমির আব্দুল্লাহিয়ান তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/২৮