জুন ২৮, ২০২২ ১৪:০৫ Asia/Dhaka
  • পেইমান জেবেলি
    পেইমান জেবেলি

ইসলামী প্রজাতন্ত্রী ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র প্রধান পেইমান জেবেলি সিরিয়া সফরে রাজধানী দামেস্ক পৌঁছেছেন এবং এরইমধ্যে তিনি দেশটির প্রধানমন্ত্রী হোসেন আরনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে সিরিয়ার প্রধানমন্ত্রী ইরানের গণমাধ্যমের সঙ্গে তার দেশের গণমাধ্যমের সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের ঘটনাবলী মিথ্যাভাবে তুলে ধরে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এটি দূর করার জন্য দুই দেশের গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য।

সফরে সিরিয়ার তথ্যমন্ত্রী বুত্রোস হালাকের সঙ্গেও সাক্ষাৎ করেছেন জেবেলি। তিনি বলেছেন, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সফল লড়াই এবং শত্রুদের পরাজয়ের কারণেই সিরিয়ার ওপর পশ্চিমা দেশগুলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে।

এদিকে, জেবিলের নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদলের সঙ্গে সিরিয়ার কর্মকর্তাদের যেসব বৈঠক হয়েছে তাতে দুই পক্ষ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করেছে।

জেবেলি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের মুসলমানদের ওপর শত্রুদের চাপ সৃষ্টির মূল কারণ হচ্ছে তাদের ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতা। তিনি জোরালো ভাষায় বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের কোনো ভবিষ্যত নেই।

সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের আজ (মঙ্গলবার) আরো বেশ কয়েকটি বৈঠকের কথা রয়েছে এবং গণমাধ্যম সম্পর্কিত কয়েকটি চুক্তি সই হবে।#

পার্সটুডে/এসআইবি/২৮

ট্যাগ