হিজবুল্লাহ মুখপাত্রের শাহাদাতে আইআরআইবি’র দুই প্রধানের শোকবার্তা
https://parstoday.ir/bn/news/event-i143976-হিজবুল্লাহ_মুখপাত্রের_শাহাদাতে_আইআরআইবি’র_দুই_প্রধানের_শোকবার্তা
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর গণমাধ্যম বিষয়ক প্রধান মোহাম্মদ আফিফের শাহাদাতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার সংস্থা বা আইআরআইবি’র প্রধান পেইমান জেবেলি এবং ওয়ার্ল্ড সার্ভিসের প্রধান আহমাদ নওরুজি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৯, ২০২৪ ১১:০৮ Asia/Dhaka
  • হিজবুল্লাহ মুখপাত্রের শাহাদাতে আইআরআইবি’র দুই প্রধানের শোকবার্তা

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর গণমাধ্যম বিষয়ক প্রধান মোহাম্মদ আফিফের শাহাদাতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার সংস্থা বা আইআরআইবি’র প্রধান পেইমান জেবেলি এবং ওয়ার্ল্ড সার্ভিসের প্রধান আহমাদ নওরুজি।

গতকাল (সোমবার) পেইমান জেবেলি এক বার্তায় মোহাম্মদ আফিফের শাহাদাতের ঘটনাকে দীর্ঘদিনের ইহুদিবাদ-বিরোধী লড়াইয়ের পুরস্কার বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আমি গর্বের সঙ্গে তার এই শাহাদাতের ঘটনাকে অভিনন্দন জানাই এবং হাজ মোহাম্মদ আফিফের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।” 

ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের মুখে তাদের অপরাধযজ্ঞ বিশ্ববাসীর কাছে প্রকাশ করে দেয়ার ব্যাপারে লেবাননের এই গণমাধ্যম ব্যক্তিত্ব বিরাট দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বলেও মন্তব্য করেন পেইমান জেবেলি। তিনি বলেন, ইসরাইলি যুদ্ধ মেশিনের বিরুদ্ধে দাঁড়িয়ে শক্তিশালী লড়াই করে গেছেন মোহাম্মদ আফিফ। 

এদিকে, আইআরআইবি ওয়ার্ল্ড সার্ভিসের প্রধান আহমাদ নওরুজি আলাদা এক বিবৃতিতে শহীদ মোহাম্মদ আফিফের প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তিনি ছিলেন লেবাননের প্রতিরোধ আন্দোলনের তথ্য প্রকাশের দৃঢ় এবং চূড়ান্ত উৎস। নওরুজি বলেন, শহীদ আফিফ মধ্যপ্রাচ্য অঞ্চলের বিভিন্ন প্রতিরোধ সংগঠন ও গণমাধ্যমগুলোর মধ্যে "সংহতির সেতুবন্ধন" হিসেবে কাজ করতেন।#

পার্সটুডে/এসআইবি/১৯ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।