ইরানকে কখনো হুমকি মনে করি নি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে স্বাগত: জর্দান
জর্দানের প্রধানমন্ত্রী বিশের আল-কাসাওনেহ বলেছেন, তার দেশ কখনো ইসলামি প্রজাতন্ত্র ইরানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে নি বরং তেহরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ককে স্বাগত জানায়।
তিনি বিবিসি আরবি বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “তেহরানের সঙ্গে সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে আম্মান সবসময় খোলা মন নিয়ে প্রস্তুত রয়েছে। আমরা কখনো ইরানকে আমাদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করি নি।”
এর আগে, গত মাসের শেষ দিকে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার দিকে নজর দিয়েছে আরব দেশগুলো। ন্যাটোর আদলে মধ্যপ্রাচ্যে ইসরাইলের সঙ্গে জোট বেধে ইরান-বিরোধী কোনো সামরিক সংগঠন গড়ে তোলার বিষয়ে আলোচনার কথা তিনি সুস্পষ্টভাবে নাকচ করে দেন।
আল-জাজিরা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সাফাদি বলেন, এই ধরনের কোনো প্রস্তাব নেই। তিনি জোর দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন মধ্যপ্রাচ্য সফরে এ বিষয় নিয়ে আলোচনার কোনো এজেন্ডা নেই। ইসরাইল ও পাশ্চাত্যের গণমাধ্যমে এ ধরনের সামরিক জোট গঠনের বিষয়ে যেসব খবরাখবর বের হচ্ছে তাকে তিনি নাকচ করে দেন।#
পার্সটুডে/এসআইবি/১১