বাগদাদে ইরান ও সৌদি আরবের প্রকাশ্য বৈঠকের আয়োজন করা হবে: ইরাক
ইরাক বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের অংশগ্রহণে তারা খুব শিগগিরই প্রকাশ্য বৈঠকের আয়োজন করবে। রাজধানী বাগদাদে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন গতকাল (শনিবার) বলেন, "সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে রাজধানী বাগদাদের প্রকাশ্য বৈঠক অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। আমি বিষয়টি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি। এখন আমরা এই বৈঠকের প্রস্তুতি নিচ্ছিল; সবচেয়ে উপযুক্ত সময় নির্ধারণের চেষ্টা চলছে।"
ফুয়াদ হোসেন বলেন, আগের বৈঠকগুলোর মতো এবার কোনো গোপন বৈঠক হবে না বরং এটি হবে প্রকাশ্য বৈঠক। আগের বৈঠকগুলোতে সৌদি আরব এবং ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা অংশ নিয়েছেন বলেও তিনি জানান।
গত এপ্রিল মাস থেকে এ পর্যন্ত ইরাক প্রতিবেশী ইরান ও সৌদি আরবের গোয়েন্দা এবং নিরাপত্তা কর্মকর্তাদের অংশগ্রহণে বৈঠকের আয়োজন করেছে। বৈঠকের পর তেহরান এবং রিয়াদ দুপক্ষই অগ্রগতির ইঙ্গিত দিয়েছে যদিও কিছু বিষয়ে দু পক্ষের মধ্যে মতভেদ রয়েছে। তবে জানা যায়, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের আগ্রাসন ইস্যুতে এই মতভেদ সবচেয়ে বেশি।
গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান পাঁচ দফা গঠনমূলক বৈঠকের আয়োজন করার জন্য ইরাকের প্রশংসা করেন। তিনি আশা করেন, এই ধরনের আলোচনার পরিণতি হিসেবে ইরান এবং সৌদি আরবের মধ্যে স্বাভাবিক সম্পর্ক ফিরে আসবে।
সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর বাকের আল-নিমরের মৃত্যুদণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তেহরান এবং রিয়াদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। শেখ নিমরের মৃত্যুদণ্ডকে ইরান হত্যাকাণ্ড বলে অভিহিত করে এবং এর প্রতিবাদে তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে একদল বিক্ষোভকারী হামলা চালায়। এরপর সৌদি আরব ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করে।#
পার্সটুডে/এসআইবি/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।