মুক্তাদা সাদরের নির্দেশ পেয়ে পার্লামেন্ট ভবন ছেড়েছেন ইরাকি বিক্ষোভকারীরা
https://parstoday.ir/bn/news/west_asia-i111156
ইরাকের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে প্রভাবশালী রাজনীতিবিদ ও আলেম সাইয়্যেদ মুক্তাদা সাদর বলেছেন, আপনাদের বার্তা পৌঁছে গেছে, এবার ঘরে ফিরে যান। তিনি এক টুইটে এ আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ২৮, ২০২২ ১৭:৫২ Asia/Dhaka
  • মুক্তাদা সাদরের নির্দেশ পেয়ে পার্লামেন্ট ভবন ছেড়েছেন ইরাকি বিক্ষোভকারীরা

ইরাকের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে প্রভাবশালী রাজনীতিবিদ ও আলেম সাইয়্যেদ মুক্তাদা সাদর বলেছেন, আপনাদের বার্তা পৌঁছে গেছে, এবার ঘরে ফিরে যান। তিনি এক টুইটে এ আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মুহাম্মাদ সুদানির নাম ঘোষণার পর গতকাল শত শত মানুষ রাজধানী বাগদাদের তাহরির স্কয়ারে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর তারা কঠোর নিরাপত্তা বেষ্টিত পার্লামেন্টের ভেতরে প্রবেশ করে সেখানেও বিক্ষোভ দেখান। 

এরপরই মুক্তাদা সাদর এক টুইটার বার্তায় বলেন, আপনাদের বিক্ষোভে দুর্নীতিবাজদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বার্তা পৌঁছে গেছে। আপনারা এখন দুই রাকাত নামাজ পড়ে ঘরে ফিরে যান।

তিনি আরও বলেন, মুহররমের জাগরণ হলো সংশোধন হওয়ার আন্দোলন এবং অন্যায় ও দুর্নীতির বিরোধিতা করা।

এই বার্তা পাওয়ার পরপরই পার্লামেন্ট ভবন ত্যাগ করেন মুক্তাদা সাদরের সমর্থকেরা।

গত অক্টোবরে ইরাকে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো সরকার গঠন করতে পারেনি। সংসদে মুক্তাদা সাদরের নেতৃত্বাধীন দলের বড় ধরণের প্রতিনিধিত্ব রয়েছে।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।