মার্কিন সেনাদের লুটতরাজ:
আমেরিকার সেনারা সিরিয়ার ৮৯টি তেল ট্যাংকার চুরি করেছে
মার্কিন সেনারা সিরিয়ার ৮৯ টি তেল ট্যাংকার চুরি করেছে। সিরিয়ার আল-জাজিরা তেলক্ষেত্র থেকে চুরি করা ওই ট্যাংকারগুলো ইরাকে স্থানান্তর করেছে।
সিরিয়ার আল-হাসাকা এবং দেইর-আজ-জোহর প্রদেশের তেলক্ষেত্রগুলো আল-জাজিরা নামে পরিচিত। এ অঞ্চলের তেলক্ষেত্রগুলো মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তারা সিরিয়ার এই তেল ক্ষেত্রগুলোর তেল বাইরের বিভিন্ন দেশে পাচার করে।
সিরিয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, মার্কিন সেনারা বিশাল এই তেলের চালান আল-মাহমুদিয়া সীমান্ত ক্রসিং দিয়ে ইরাকে পাচার করেছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে তেলের এই ট্যাংকারগুলো সিরিয়ার আলজাজিরা তেলক্ষেত্র থেকে ভর্তি করে ইরাকে স্থানান্তর করা হয়েছে।
দু'দিন আগেও অবৈধভাবে সিরিয়ার মাটিতে অবস্থানরত আমেরিকার দখলদার সেনারা এই ক্রসিং পয়েন্ট দিয়ে ১৪৪টি তেল ট্যাংকার ইরাকি ভূখণ্ডে পাচার করেছে।
সিরিয়ার তেল মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী দখলদার মার্কিন সেনারা প্রতিদিন ৭০ হাজার ব্যারেল সিরিয়ার তেল চুরি করছে।
সিরিয়ায় আইএসআইএল সন্ত্রাসী গোষ্ঠীর পরাজয়ের পর আমেরিকার সেনাবাহিনী সরাসরি এই সন্ত্রাসী গোষ্ঠীর স্থলাভিষিক্ত হয়েছে। আইএসআইএলের পরিবর্তে তারাই এখন লুটতরাজ চালিয়ে যাচ্ছে।#
পার্সটুডে/এনএম/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।