৬ বছর পর ইরানে রাষ্ট্রদূত নিয়োগ দিল কুয়েত
ছয় বছরের বেশি সময় পর কুয়েত ইসলামী প্রজাতন্ত্র ইরানে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। ২০১৬ সালে ইরান এবং সৌদি আরবের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর কুয়েত তেহরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে, শনিবার কুয়েতের রাষ্ট্রদূত বদর আব্দুল্লাহ আল মুনাইখ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের কাছে তার পরিচয় পত্র পেশ করেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী তা গ্রহণ করেন।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুনাইখকে ইরানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের কথা নিশ্চিত করেছে।এদিকে, ইরানের কূটনৈতিক মোহাম্মদ ইরানি তেহরানের পক্ষ থেকে কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে গত ২৬ জুলাই মোহাম্মাদ ইরানি কুয়েতের সংবাদপত্র আল-রাইকে জানিয়েছিলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান খুব শিগগিরই কুয়েত সফরের পরিকল্পনা করছেন।
ইরানের কূটনীতিক জানান, কুয়েত এবং ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়ায় রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৫