সিরিয়া সফরে যাচ্ছেন এরদোগানের মিত্র রাজনীতিক
(last modified Thu, 18 Aug 2022 04:30:47 GMT )
আগস্ট ১৮, ২০২২ ১০:৩০ Asia/Dhaka
  • পেট্রিয়টিক পার্টির চেয়ারম্যান দোগু পেরিনসেক
    পেট্রিয়টিক পার্টির চেয়ারম্যান দোগু পেরিনসেক

চলতি মাসের শেষের দিকে তুরস্কের বামপন্থী পেট্রিয়টিক পার্টির চেয়ারম্যান দোগু পেরিনসেক সিরিয়ার রাজধানী দামেস্ক সফরে যাবেন এবং দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করবেন। পেরিনসেকের সম্ভাব্য সফরের মধ্যদিয়ে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, তুরস্ক সিরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটানোর চেষ্টা করছে।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর পর দু'দেশের সম্পর্কে মারাত্মক অবনতি ঘটে। সে সময় তুরস্ক মূলত সিরিয়ার সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।

ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, দোগু পেরিনসেক আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে সিরিয়া সফরে যাবেন। তার সঙ্গে থাকবেন তুরস্কের বিশিষ্ট ব্যবসায়ী এসেম সানসাক। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তিনি সম্প্রতি বামপন্থী পট্রিয়টিক দলে যোগ দিয়েছেন।

এই দলের মহাসচিব ওজগুর বুরসালিও তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন যে, "পেরিনসেক ও সানসাক সিরিয় সফরের সময় দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করবেন।

বুরসালি বলেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে দোগু পেরিনসেকের নেতৃত্বে পেট্রিয়টিক দলের নেতারা সিরিয়া সফর করবেন এবং সে সময় দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ বিষয়ে আগামী দিনগুলোতে বিস্তারিত তথ্য জানানো হবে। দীর্ঘদিন ধরে পেট্রিয়টিক পার্টি সিরিয়ার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।"

তিনি জানান, এই সফরে সব ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে।

বুরসালি বলেন, তুরস্ক এবং সিরিয়ার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হলে বিশ্ব ব্যবস্থা পাল্টে যাবে। ২০১৫ সালে পেরিনসেক সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছিলেন বলে তিনি জানান।#

পার্সটুডে/এসআইবি/১৮

ট্যাগ