লেবাননের সব সমস্যার মূল কারণ আমেরিকা: হিজবুল্লাহ
(last modified Sat, 20 Aug 2022 10:23:20 GMT )
আগস্ট ২০, ২০২২ ১৬:২৩ Asia/Dhaka
  • শেখ আলি দামুশ
    শেখ আলি দামুশ

হিজবুল্লাহর নির্বাহী পরিষদের সচিব বলেছেন: লেবাননের জাতীয় সমস্যার প্রধান কারণ আমেরিকা।

শেখ আলি দামুশ অভিযুক্ত করে বলেন: ওয়াশিংটন লেবাননের অর্থনৈতিক সংকটকে নিজেদের লক্ষ্য অর্জনে অপব্যবহার করছে। সে কারণেই লেবাননের জনগণের কাছে কোনোরকমের সাহায্য পৌঁছতে দিচ্ছে না আমেরিকা। লেবাননকে সংকট, অবরোধ, নিষেধাজ্ঞা এবং অনুন্নত করে রেখে চাপে ফেলাই তাদের উদ্দেশ্য।

তিনি বলেন: লেবাননকে সাহায্য করার ব্যাপারে আমেরিকার পদক্ষেপ সম্পর্কে কিছু লোক দাবি করে থাকে। কিন্তু ওয়াশিংটন যে ইসরাইলকেই সাহায্য করার জন্য কাজ করে সেই সত্য তাতে পরিবর্তন হয়ে যায় না। লেবাননের সমস্ত দুর্ভোগের প্রধান কারণই ওই ইসরাইল বলে জনাব দামুশ মন্তব্য করেন।

তিনি বলেন: জনগণের জানা উচিত আমেরিকাই লেবাননকে তেল-গ্যাস উত্তোলনসহ বিদ্যুৎ ব্যবহারে বাধা দিয়ে দুর্নীতিবাজদের স্বার্থই রক্ষা করেছে। সেই আমেরিকাই তাদের অবরুদ্ধ করে রেখেছে এবং বিচিত্র শর্ত চাপিয়ে দিয়ে তাদের সংকটকে তীব্রতর করেছে।

হিজবুল্লাহর এই নেতা মার্কিন অবরোধ তুলে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন হিজবুল্লাহ যথারীতি জনগণের স্বার্থ সুরক্ষায় তাদের সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ