রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মুক্তাদা সাদর
(last modified Mon, 29 Aug 2022 12:55:02 GMT )
আগস্ট ২৯, ২০২২ ১৮:৫৫ Asia/Dhaka
  • মুক্তাদা সাদর
    মুক্তাদা সাদর

ইরাকের প্রভাবশালী রাজনৈতিক সংগঠন সাদর মুভমেন্টের প্রধান মুক্তাদা সাদর রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন। অপ্রত্যাশিতভাবেই তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

সাদর মুভমেন্টের নেতা মুক্তাদা সাদর আজ (সোমবার) এক বিবৃতিতে বলেছেন, তিনি কখনোই নেতৃত্ব এবং ধর্মীয় কর্তৃপক্ষের দাবিদার ছিলেন না। চিরদিনের জন্য রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।  

সাদর মুভমেন্টের সব দপ্তর ও প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

নয় বছর আগেও একবার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন মুক্তাদা সাদর। অবশ্য পরে তিনি আবারও রাজনীতিতে ফিরে আসেন।

ইরাকে প্রায় ১০ মাস আগে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও রাজনৈতিক বিরোধের কারণে এখন পর্যন্ত নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি। সাদর মুভমেন্টের কিছু দাবির কারণে সরকার গঠনে বিলম্ব হচ্ছে।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ