জাতিসংঘ সাধারণ অধিবেশন:
নিউইয়র্কে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
নিউইয়র্কে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকে তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ইরান সরকারের সক্রিয় কূটনীতি অব্যাহত রাখতে এখনও নিউইয়র্কে অবস্থান করছেন। জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রায়িসির সঙ্গে নিউইয়র্কে গিয়েছিলেন আবদুল্লাহিয়ান। প্রেসিডেন্ট রায়িসি ফিরে এলেও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান রয়ে গেছেন এবং সাধারণ অধিবেশনের অবকাশে দেশের পক্ষে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
ওই কূটনীতির অংশ হিসেবে আমির আবদুল্লাহিয়ান আজ আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন যায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। ফার্স বার্তা সংস্থা আরও জানিয়েছে, দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা ও মত বিনিময় হয়। বৈঠকে আবদুল্লাহিয়ান ইরানের ১৩ তম সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দু'দেশের মধ্যে সম্পর্কের ক্রমবর্ধমান উন্নতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করার উদ্যোগকে স্বাগত জানান আমির আবদুল্লাহিয়ান। যৌথ সহযোগিতা বিষয়ক উচ্চ কমিটি বাস্তবায়নের ব্যাপারে তেহরানের প্রস্তুতির কথাও ঘোষণা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাঁর আমিরাতি সমকক্ষকে নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ক আলোচনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
বৈঠকে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীও দু'দেশের মধ্যকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের গভীরতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা উন্নয়নের ব্যাপারে আরব আমিরাতের প্রস্তুতির কথা জানান। সেইসঙ্গে দুদেশের ব্যবসায়ী পরিষদের বৈঠক অনুষ্ঠানের ওপর তিনি গুরুত্বারোপ করেন। বিশেষ করে আমিরাতের আমন্ত্রণে জ্বালানি বিষয়ক সম্মেলনসহ আঞ্চলিক বিভিন্ন বৈঠকে ইরানের উপস্থিতির ওপর গুরুত্ব দেন আল নাহিয়ান।
বৈঠকে উভয় পক্ষ ইউক্রেন পরিস্থিতিসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।#
পার্সটুডে/এনএম/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।