ইরানের সহিংসতাকামীদের পক্ষে ইসরাইলিদের বিক্ষোভ
(last modified Sat, 08 Oct 2022 10:58:15 GMT )
অক্টোবর ০৮, ২০২২ ১৬:৫৮ Asia/Dhaka
  • ইরানে সহিংসতার পক্ষে একদল ইসরাইলি নারী
    ইরানে সহিংসতার পক্ষে একদল ইসরাইলি নারী

বর্তমান বিশ্বে ইসরাইলের দখলদারি ও খুন-খারাবির বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার দেশ কোনটি-এমন প্রশ্ন করা হলে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন সবাই একবাক্যে বলবেন, 'ইসলামি প্রজাতন্ত্র ইরান'।

এই ইসলামি ইরানে এখন বিদেশি মদদে একদল বিভ্রান্ত মানুষ সহিংসতা ও নৈরাজ্য চালাচ্ছে। এই পরিস্থিতিকে অপব্যবহার করছে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকাসহ কিছু ইসলাম বিদ্বেষী দেশ। এরই ধারাবাহিকতায় অবৈধ ইসরাইলের একদল নারী গত বৃহস্পতিবার তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ করেছে। এই বিক্ষোভের ভিডিও প্রকাশ করা হয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে। টুইটারে এই ভিডিও প্রকাশ করে বলা হয়েছে, 'মৌলিক মানবাধিকারের জন্য সংগ্রামরত ইরানি নারীদের প্রতি সমর্থন জানিয়ে জেরুজালেমে ইসরাইলিরা বিক্ষোভ করেছে।'

এদিকে, তেল আবিবের মেয়র রন হুলদাই তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, 'তেল আবিবেও ইসরাইলি নারীরা ইরানে মৌলিক মানবাধিকারের দাবিতে আন্দোলনরতদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছে।' একই সময়ে তেল আবিবের একটি টাউন হলের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ইরানের সরকারবিরোধীদের একটি শ্লোগান প্রদর্শন করা হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে।

ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেল আবিবের মেয়রের এমন টুইটে যদিও বিস্মিত হওয়ার কিছু নেই, তবে তারা 'মানবাধিকারের পক্ষে' এমন বক্তব্য সচেতন মানুষকে হাসির খোরাক জুগিয়েছে।

ইসরাইল অন্যের ভিটে-মাটি, ঘর-বাড়ি দখল করে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত সব ধরণের অপরাধের সঙ্গে জড়িয়েছে। প্রায় প্রতিদিনই সেখানদের মূল অধিবাসী অর্থাৎ ফিলিস্তিনিদের হত্যা করছে, সাংবাদিকসহ যারাই তাদের অপকর্ম ফাঁস করছে তাদের গুলি করে মারছে। ইরানি জাতি যাতে উন্নতি করতে না পারে সে লক্ষ্যে ইসরাইল এ পর্যন্ত কয়েক জন ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে। এছাড়া বিশ্বের সব মুসলমানের বিরুদ্ধে সব সময় গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান দখলকারী ইসরাইল। মুসলমান শব্দটি শুনলে যে ইহুদিবাদীদের গায়ে জ্বালা ধরে যায় তাদের মন নাকি এখন ইরানিদের 'মানবাধিকারের' জন্য কাঁদছে!#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ