পশ্চিম তীরে আরো দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i114494-পশ্চিম_তীরে_আরো_দুই_ফিলিস্তিনিকে_হত্যা_করেছে_ইসরাইল
পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের আগ্রাসনে আরো অন্তত দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে এক চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ওই চিকিৎসকের নাম আব্দুল্লাহ আল-আহমেদ। তাকে মাথায় গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৪, ২০২২ ১৯:২৩ Asia/Dhaka
  • মতিন দাবায়া
    মতিন দাবায়া

পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের আগ্রাসনে আরো অন্তত দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে এক চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ওই চিকিৎসকের নাম আব্দুল্লাহ আল-আহমেদ। তাকে মাথায় গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

শুক্রবার জেনিন পাবলিক হাসপাতালের সামনেই গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ। দ্বিতীয় আরেকজনকে হত্যা করা হয় শুক্রবার সকালে। ২০ বছরের ওই তরুণের নাম মতিন দাবায়া। তবে মতিন স্থানীয় সশস্ত্র সংগঠন ‘জেনিন ব্রিগেডের’ সদস্য ছিল বলে জানা গেছে। জেনিন ব্রিগেডও এক বিবৃতিতে মতিনকে নিজেদের কমান্ডার বলে নিশ্চিত করেছে। গত বছরই এই সংগঠন আত্মপ্রকাশ করে। মতিনকেও মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয় সময় আজ সকাল আটটার দিকে কয়েক ডজন ইসরাইলি সশস্ত্র যান জেনিনে প্রবেশ করে। এরপরই জেনিন ব্রিগেডের সঙ্গে গোলাগুলি শুরু হয় ইসরাইলি সেনাদের। এতে আরও অন্তত পাঁচ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।