ইসরাইলের প্রস্তাবিত মন্ত্রীকে হত্যার হুমকি দিলো ফিলিস্তিনিরা
https://parstoday.ir/bn/news/west_asia-i116768-ইসরাইলের_প্রস্তাবিত_মন্ত্রীকে_হত্যার_হুমকি_দিলো_ফিলিস্তিনিরা
দখলদার ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সম্ভাব্য মন্ত্রী ইতমার বেন গাবিরকে হত্যার হুমকি দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো। ইহুদিবাদী নেতা বেন গাবির বেশ কয়েক জন ফিলিস্তিনিকে হত্যার সঙ্গে জড়িত।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ০৪, ২০২২ ১৯:৫৪ Asia/Dhaka
  • বেন গাবির
    বেন গাবির

দখলদার ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সম্ভাব্য মন্ত্রী ইতমার বেন গাবিরকে হত্যার হুমকি দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো। ইহুদিবাদী নেতা বেন গাবির বেশ কয়েক জন ফিলিস্তিনিকে হত্যার সঙ্গে জড়িত।

এসব ফিলিস্তিনিকে হত্যার প্রতিশোধ নিতেই দখলদার এই নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন 'আরিন আল আসওয়াদ' দখলদার নেতা বেন গাবিরকে হুমকি দিয়ে বলেছে, সম্প্রতি পশ্চিম তীরে বেন গাবিরের কারণে কয়েক জন ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন।

এছাড়া ইসলামি জিহাদ আন্দোলনও বেন গাবিরকে হুমকি দিয়ে বলেছে, ঘাতক বেন গাবিরকে তাদের সাবেক মন্ত্রী রেহাবাম জেবি'র ভাগ্যবরণ করতে হবে। ২০০১ সালের ১৭ অক্টোবর ইসরাইলের সাবেক পর্যটনমন্ত্রী রেহাবাম জেবি-কে হত্যা করা হয়। দখলদার ঐ মন্ত্রীও বহু ফিলিস্তিনিকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন।

এর আগে বর্ণবাদী ইসরাইলের নিরাপত্তা মহলের পক্ষ থেকে ইতমার বেন গাবিরকে নিরাপত্তা মন্ত্রী হিসেবে নিয়োগের পরিণতির বিষয়ে সেদেশের শাসক গোষ্ঠীকে সতর্ক করে দেওয়া হয়েছে। তারা বলেছে, এই ব্যক্তি দায়িত্ব পেয়ে এমন সব কাজ করবে যা মসজিদুল আকসা, বায়তুল মুকাদ্দাস ও গোটা অঞ্চলকেই অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।