আকসা মসজিদ অবমাননা: নিরাপত্তা পরিষদে নিন্দা জানানোর আহ্বান
(last modified Thu, 05 Jan 2023 12:48:28 GMT )
জানুয়ারি ০৫, ২০২৩ ১৮:৪৮ Asia/Dhaka
  • আকসা মসজিদ
    আকসা মসজিদ

আল-আকসা মসজিদের অবমাননার বিরুদ্ধে নিন্দা জানানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে মুসলিম ও আরব দেশগুলো। সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের নয়া অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ইতমার বিন গাভির সেনা সহায়তা নিয়ে আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে। বিন গাভিরের ওই পদক্ষেপকে উস্কানিমূলক এবং নিন্দনীয় বলে মন্তব্য করেছে মুসলিম ও আরব দেশগুলো।

আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ওইসব দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিন বিষয়ক আজকের অধিবেশনে যেন ইসরাইলি মন্ত্রীর আকসা মসজিদ অবমাননার নিন্দা জানানো হয়। বিশ্বের বিভিন্ন দেশ এরইমধ্যে ওই ন্যাক্কারজনক পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদের মতো পবিত্র স্থাপনার অবমাননা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। এ মন্তব্য করেন জাতিসংঘে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রতিনিধি রিয়াদ মানসুর। তিনি সাংবাদিকদের আরও বলেন, বায়তুল মোকাদ্দাসের ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ করা এবং মুসলমান ও খ্রিস্টানদের ধর্মীয় স্থাপনার পবিত্রতা রক্ষা করাকে সমর্থন করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। মানসুর আরও বলেন, আমরা আল-আকসা মসজিদের অবমাননার পুনরাবৃত্তি দেখতে চাই না। আল-কুদসের পবিত্র স্থানগুলোর প্রতি কেবল মুখের কথায় সম্মান নয় সত্যিকার অর্থেই সম্মান প্রদর্শন নিশ্চিত করতে চাই। জাতিসংঘে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের এই প্রতিনিধি বলেন, আমরা সকলেই ইহুদিবাদী ইসরাইল এবং তাদের মন্ত্রী বিন গাভিরের আকসা মসজিদ অবমাননাকর পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তিনি বলেন আল-আকসা মসজিদ হলো ফিলিস্তিনি এবং মুসলমানদের পরিচয়ের মূল প্রতীক। ইহুদিবাদী ইসরাইল সেই গুরুত্বকে মুছে দিতে চায়। কিন্তু ফিলিস্তিনি জনগণের সতর্কতা ও রুখে দাঁড়ানোর কারণে তাদের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।#

পার্সটুডে/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ