ইসরাইলের সাথে নিরাপত্তা সহযোগিতা স্থগিতের ঘোষণা দিল ফিলিস্তিন 
https://parstoday.ir/bn/news/west_asia-i118950-ইসরাইলের_সাথে_নিরাপত্তা_সহযোগিতা_স্থগিতের_ঘোষণা_দিল_ফিলিস্তিন
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলের বর্বর গণহত্যায় ১০ ফিলিস্তিনি শহীদ হওয়ার পর তেল আবিবের সাথে নিরাপত্তা সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষ।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
জানুয়ারি ২৭, ২০২৩ ১০:২৪ Asia/Dhaka
  • মাহমুদ আব্বাস
    মাহমুদ আব্বাস

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলের বর্বর গণহত্যায় ১০ ফিলিস্তিনি শহীদ হওয়ার পর তেল আবিবের সাথে নিরাপত্তা সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনা গতকাল (বৃহস্পতিবার) এই ঘোষণা দিয়ে বলেন, ইসরাইলের সঙ্গে কোনো সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব নয়। তিনি জানান, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পক্ষ থেকে ইসরাইলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নাবিল আবু রুদাইনা বলেন, “আমাদের জনগণের বিরুদ্ধে ইরাইলের অব্যাহত আগ্রাসন এবং স্বাক্ষরিত চুক্তিগুলো নস্যাৎ করে দেয়ার পর আমরা মনে করি দখলদার ইসরাইলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আর বিদ্যমান নেই।”

২০২০ সালের মে মাসে যখন পশ্চিম তীরের একটি অংশবিশেষ ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত আব্রাহাম শান্তি চুক্তি প্রকাশ করেন তখন প্রেসিডেন্ট মাহমুদ আবাস তা প্রত্যাখ্যান করেন এবং প্রথমবারের মতো নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্থগিত করার ঘোষণা দেন।

গতকালের হামলার পর মাহমুদ আব্বাস বলেছেন, জেনিন শরণার্থী শিবিরে দখলদার সেনারা যে হত্যাকাণ্ড চালিয়েছে তা ফিলিস্তিনি জনগণের ওপর সংঘবদ্ধ অপরাধ এবং এটি গণহত্যা। এই গণহত্যা বন্ধ করার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

মাহমুদ আব্বাসের মুখপাত্র আবু রুদাইনা আরো জানিয়েছেন, গতকালের হত্যাণ্ডের বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলতে যাচ্ছে ফিলিস্তিন। এছাড়া, বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা হবে বলেও তিনি জানান।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৭