জেরিকো শহরে ইহুদিবাদীদের আগ্রাসন মোকাবিলা করেছে প্রতিরোধ যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i119220-জেরিকো_শহরে_ইহুদিবাদীদের_আগ্রাসন_মোকাবিলা_করেছে_প্রতিরোধ_যোদ্ধারা
হামাসের আল-আকসা ব্রিগেড পশ্চিম তীরের জেরিকো শহরে দখলদার ইহুদিবাদী সেনাদের প্রতিহত করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০২৩ ১৬:০২ Asia/Dhaka
  • ইহুদিবাদী আগ্রাসন মোকাবিলায় প্রতিরোধ যোদ্ধারা
    ইহুদিবাদী আগ্রাসন মোকাবিলায় প্রতিরোধ যোদ্ধারা

হামাসের আল-আকসা ব্রিগেড পশ্চিম তীরের জেরিকো শহরে দখলদার ইহুদিবাদী সেনাদের প্রতিহত করেছে।

প্যালেস্টাইন আল-ইয়াওম নিউজ জানিয়েছে, ইহুদিবাদী সেনারা আজ (শুক্রবার) ভোররাতে জেরিকো শহরে আগ্রাসন চালায়। অধিকৃত পশ্চিম তীরের এই শহরটির দক্ষিণে আগ্রাসন চলাকালে আকাবা জাবার ক্যাম্পের প্রবেশপথে ফিলিস্তিনি যুবকদের সাথে সংঘর্ষ বেধে যায়। স্থানীয় ফিলিস্তিনি সূত্রে জানা গেছে, দখলদার বাহিনী ওই হামলায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ও শব্দ বোমা ব্যবহার করেছে।

আল-আকসা শহীদ ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, জেরিকো শহরে আগ্রাসনের সময় প্রতিরোধ যোদ্ধারা দখলদার বাহিনীকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। ওই ঘটনার পর দখলদাররা আকাবা জাবার ক্যাম্পের দক্ষিণাঞ্চলে গুলি চালায় এবং একটি গোয়েন্দা ড্রোন আকাশে ওড়ায়।

গত শনিবার থেকে টানা ষষ্ঠ দিনের মতো ইসরাইলি সেনারা ওই শহরের প্রবেশপথগুলোতে সামরিক চেকপয়েন্ট বসিয়েছে। সেইসঙ্গে সিমেন্ট ব্লক স্থাপন করে জেরিকো শহর অবরোধ করে রেখেছে।

এতোসব প্রতিবন্ধকতা সত্ত্বেও হাজার হাজার ফিলিস্তিনি ইহুদিবাদী সেনাদের কঠোর নিরাপত্তা বেষ্টনি ভেদ করে এবং প্রবল বৃষ্টি উপেক্ষা করে আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেছে।#

পার্সটুডে/এনএম/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।