বিশ্ব ট্রানজিটের ভবিষ্যৎ কেন ইরান ছাড়া সম্ভব নয়?
https://parstoday.ir/bn/news/iran-i154934-বিশ্ব_ট্রানজিটের_ভবিষ্যৎ_কেন_ইরান_ছাড়া_সম্ভব_নয়
পার্সটুডে-উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম করিডোরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত ইরান বিশ্ব বাণিজ্যে একটি কৌশলগত খেলোয়াড় এবং ভূ-রাজনৈতিক সমীকরণের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে।
(last modified 2025-12-09T14:46:54+00:00 )
ডিসেম্বর ০৯, ২০২৫ ২০:৩১ Asia/Dhaka
  • বিশ্বের করিডোরের স্পন্দিত হৃদয় ইরান
    বিশ্বের করিডোরের স্পন্দিত হৃদয় ইরান

পার্সটুডে-উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম করিডোরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত ইরান বিশ্ব বাণিজ্যে একটি কৌশলগত খেলোয়াড় এবং ভূ-রাজনৈতিক সমীকরণের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে।

ভারত ও রাশিয়ার মধ্যে "রোডম্যাপ ২০৩০" স্বাক্ষরের মাধ্যমে, আন্তর্জাতিক করিডোরের গুরুত্ব আবারও ভূ-রাজনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে; যেখানে ইরান, তার কৌশলগত অনন্য অবস্থানের কারণে, বিশ্বব্যাপী সমীকরণের নতুন খেলোয়াড় হয়ে উঠেছে। হামশাহরি অনলাইনের বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, উত্তর-দক্ষিণ করিডোরের ওপর এই চুক্তি আবারও ভারত মহাসাগরকে রাশিয়া এবং ইউরোপের সাথে সংযুক্ত করার ক্ষেত্রে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছে; এটি এমন একটি রুট যা পরিবহন সময় অর্ধেক কমিয়ে আনতে পারে।

ইরান বিশ্বের দুটি মহান করিডোরের সংযোগস্থলে দাঁড়িয়ে আছে, অর্থাৎ উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম এবং এই অবস্থান এটিকে বিশ্ব বাণিজ্যের একটি প্রাকৃতিক কেন্দ্রে পরিণত করেছে।

পূর্ব-পশ্চিম করিডোর থেকে শুরু করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, আরাস করিডোর, চ'বাহার এবং ইসলামাবাদ-তেহরান-ইস্তাম্বুল, সবই একই চিত্র তুলে ধরে: ইরান এই অঞ্চলের অপ্রতিদ্বন্দ্বী ট্রানজিট হাব এবং নতুন বিশ্ব বাণিজ্য ব্যবস্থার একটি প্রধান খেলোয়াড় হয়ে উঠছে। এই অবস্থান আঞ্চলিক প্রভাব বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, সরবরাহ প্রসার এবং ইরান এশিয়াসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের সংযোগ স্থান হয়ে উঠতে পারে।#

পার্সটুডে/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন