ফেব্রুয়ারি ০৯, ২০২৩ ১৭:৪৭ Asia/Dhaka
  • ফিলিস্তিনী প্রতিরোধ সংগ্রামী
    ফিলিস্তিনী প্রতিরোধ সংগ্রামী

ইহুদিবাদী সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে, অধিকৃত বায়তুল মোকাদ্দাস ও পশ্চিম তীরে সম্প্রতি যারা প্রতিরোধ অভিযান চালিয়েছে তাদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হবে।  

ইহুদিবাদী ইসরাইলে কট্টরপন্থী মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করার পাশাপাশি ইহুদি বসতি স্থাপনের মাত্রা ব্যাপক বেড়ে গেছে। আন্তর্জাতিক সমাজের নীরবতার সুযোগে বর্ণবাদী ইসরাইল মানবতা বিরোধী কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে।

ফিলিস্তিনী গণমাধ্যমের বরাত দিয়ে মেহের বার্তা সংস্থা আজ জানিয়েছে ইহুদিবাদী সেনাবাহিনী ঘোষণা করেছে, তারা কুদস শহরের নাফি ইয়াকুব এলাকায় সংঘটিত প্রতিরোধ অভিযানের নায়ক খেইরি আলকামের ঘরবাড়ি মাটিতে মিশিয়ে দেবে। জনাব খেইরি পরিচালিত ওই অভিযানে ৭ ইসরাইলি নিহত এবং আরও বহু আহত হয়েছিল। একইভাবে শহীদ মুহাম্মাদ সাওফ এবং কারাবন্দি ইউনুস হিলানের বাড়িঘরও ধ্বংস করবে বলে ঘোষণা করেছে বর্বর ইসরাইল। এই দুই ফিলিস্তিনীকে পশ্চিম তীরের ইহুদি বসতি এবং ইসরাইলি সেনাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দায়ে অভিযুক্ত করা হয়েছে।#

পার্সটুডে/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ