ইসরাইলের একজন ড্রোন বিশেষজ্ঞ নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i119592-ইসরাইলের_একজন_ড্রোন_বিশেষজ্ঞ_নিহত
দখলদার ইসরাইলের সামরিক বাহিনীর ড্রোন ইউনিটের একজন পদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত এই কর্মকর্তা তেল আবিবের দক্ষিণে অবস্থিত তেল নায়োফ বিমান ঘাঁটিতে কর্মরত ছিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১৮:৪২ Asia/Dhaka
  • ইসরাইলি ড্রোন
    ইসরাইলি ড্রোন

দখলদার ইসরাইলের সামরিক বাহিনীর ড্রোন ইউনিটের একজন পদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত এই কর্মকর্তা তেল আবিবের দক্ষিণে অবস্থিত তেল নায়োফ বিমান ঘাঁটিতে কর্মরত ছিলেন।

ইসরাইলের সেনাবাহিনীর একজন মুখপাত্র নিহত কর্মকর্তার নাম ও পদবী উল্লেখ না করে বলেছেন, রাহুফুত শহরের কাছে ৪৩ বছর বয়সী একজন সেনা অফিসার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিভিন্ন সূত্র জানিয়েছে, ইসরাইলের ঐ সেনা কর্মকর্তার নাম মিশেল বারশেত। তিনি তেল নায়োফ বিমান ঘাঁটির ড্রোন রক্ষণাবেক্ষণ ও মেরামত বিভাগে পরিকল্পনা, তত্ত্বাবধান ও নির্মাণ বিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্ভবত তাকে হত্যা করা হয়েছে। তিনি কোনো সাধারণ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাননি।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিবের ছেলে সাইয়্যেদ জাওয়াদ নাসরুল্লাহ ইসরাইলি দাবির প্রতি ইঙ্গিত করে বলেছেন, ইসরাইল মিশেল বারশেতের মৃত্যুর খবর দিয়ে দাবি করছে সে দুর্ঘটনায় মারা গেছেন। হতে পারে সে ড্রোনের সঙ্গে দুর্ঘটনায় মারা গেছে!# 

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।