সন্ত্রাসবাদের ব্যাপারে ভুল ঠিকানা দেবেন না: আমেরিকাকে ইরান
(last modified Fri, 17 Feb 2023 03:59:20 GMT )
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ০৯:৫৯ Asia/Dhaka
  • হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা নেটওয়ার্কের একজন নেতা ইরানে অবস্থান করছে বলে আমেরিকা যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের সঙ্গে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাম জুড়ে দেয়া সম্পূর্ণ হাস্যকর ও অর্থহীন।

তিনি আরো বলেছেন, যারা আল-কায়েদা ও দায়েশ বা আইএস সৃষ্টি করেছে তারাই বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়ার জন্য দায়ী।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস গত বুধবার অভিযোগ করেন, আল-কায়েদা নেটওয়ার্কের নতুন নেতা সেইফ আল-আদেল ইরানে অবস্থান করছেন। তবে নিজের এ দাবির ব্যাপারে কোনো তথ্য-প্রমাণ তুলে ধরতে পারেননি প্রাইস।

তার ওই ভিত্তিহীন অভিযোগের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, “আমি হোয়াইট হাউজকে ইরান-ভীতি ছড়িয়ে দেয়ার ব্যর্থ খেলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। ইরানের সঙ্গে আল-কায়েদার নাম জুড়ে দেয়া সম্পূর্ণ হাস্যকর ও অর্থহীন। যারা আল-কায়েদা ও দায়েশ বা আইএস সৃষ্টি করেছে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়ার দায় তাদেরকে নিতে হবে। আপনারা ভুল ঠিকানা দেবেন না।”#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ