ইসরাইলের সঙ্গে বৈঠক থেকে বিরত থাকুন: ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতি আহ্বান
(last modified Sun, 19 Mar 2023 09:24:12 GMT )
মার্চ ১৯, ২০২৩ ১৫:২৪ Asia/Dhaka
  • ইসরাইলের সঙ্গে বৈঠক থেকে বিরত থাকুন: ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতি আহ্বান

মিশরের শারম আশ-শেইখে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আসন্ন নিরাপত্তা বৈঠকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার জন্য ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো। আজ (রোববার) আরো পরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডেমোক্র্যাটিক ফ্রন্ট ফর দ্যা লিবারেশন অব প্যালেস্টাইন বা ডিএফএলপি, ফিলিস্তিন পিপলস পার্টি এবং ফিলিস্তিন ডেমোক্র্যাটক ইউনিয়ন শনিবার এক যৌথ বিবৃতিতে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন স্বশাসন কর্তৃপক্ষের প্রতি এ আহ্বান জানিয়েছে।

এসব রাজনৈতিক দল আসন্ন বৈঠকটি বাতিল করার জন্য মিশর ও জর্দানের প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মিশর ও জর্দানের এমন কোনো কাজ করা উচিত হবে না যা ফিলিস্তিনিদের জন্য হুমকি তৈরি করে এবং তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের বিষয়টিকে বানচাল করে দেয়।

ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলো বলেছে, তাদের আহ্বান প্রত্যাখ্যান করে শারম আশ-শেইখ বৈঠকটি অনুষ্ঠিত হলে তাতে গৃহিত সিদ্ধান্ত মানতে তারা বাধ্য থাকবে না। বিবৃতিতে আরো বলা হয়েছে, এ ধরনের বৈঠক আয়োজনের উদ্দেশ্য ইহুদিবাদী ইসরাইলের জন্য নিরাপত্তা বলয় সৃষ্টি করা। অথচ মুসলিম দেশ মিশর ও জর্দানের উচিত ছিল ফিলিস্তিনিদের প্রধান রাজনৈতিক দাবি অর্থাৎ ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানোর লক্ষ্যে কাজ করা।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ গত বুধবার ঘোষণা করে, তারা রোববার (আজ) মিশরের শারম আশ-শেইখে ইসরাইলের সঙ্গে একটি নিরাপত্তা বৈঠকে অংশ নিতে যাচ্ছে। বৈঠকে মিশর, জর্দান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও অংশগ্রহণ করবে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ