ইরান-সৌদি সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চুক্তিকে স্বাগত জানাল আরব আমিরাত
(last modified Fri, 24 Mar 2023 08:42:22 GMT )
মার্চ ২৪, ২০২৩ ১৪:৪২ Asia/Dhaka
  • ইরান ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী (ফাইল ফটো)
    ইরান ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী (ফাইল ফটো)

ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যে চুক্তি সই হয়েছে তাকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান বলেছেন, এই চুক্তির মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল উপকৃত হবে।

গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে এসব কথা বলেন আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী।

ইরান ও সৌদি আরবের মধ্যে প্রায় সাত বছর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকার পর গত ১০ মার্চ চীনের রাজধানী বেইজিং-এ দু’দেশের শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা সম্পর্ক পুনস্থাপনের জন্য একটি চুক্তি সই করেন।

টেলিফোনালাপে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী তার ইরানি সমকক্ষ হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানকে আবু ধাবি সফরের আমন্ত্রণ জানান। তিনি ফার্সি নতুন বছর বা নওরোজ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানি জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে তার দেশের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হলে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী হবে। তিনি সিরিয়ার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের উন্নতি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ