সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি ইরানের সমর্থন এবং তুরস্কের সাথে দামেস্কের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা
https://parstoday.ir/bn/news/west_asia-i121532-সিরিয়ার_সার্বভৌমত্বের_প্রতি_ইরানের_সমর্থন_এবং_তুরস্কের_সাথে_দামেস্কের_সম্পর্ক_পুনঃপ্রতিষ্ঠা
রাশিয়া, ইরান, সিরিয়া এবং তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীদের চতুর্পক্ষীয় কারিগরি বৈঠক মস্কোয় অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ইসলামি প্রজাতন্ত্র ইরান সিরিয়ার সার্বভৌমত্বকে সমর্থন জানানোর পাশাপাশি তুরস্কের সঙ্গে দেশটির সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠাকেও সমর্থন করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৫, ২০২৩ ১২:০৯ Asia/Dhaka

রাশিয়া, ইরান, সিরিয়া এবং তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীদের চতুর্পক্ষীয় কারিগরি বৈঠক মস্কোয় অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ইসলামি প্রজাতন্ত্র ইরান সিরিয়ার সার্বভৌমত্বকে সমর্থন জানানোর পাশাপাশি তুরস্কের সঙ্গে দেশটির সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠাকেও সমর্থন করেছে।

২০১১ সাল থেকে সিরিয়া সংকট শুরু হয়। তুরস্কসহ বেশ কিছু দেশ সিরিয়ার বিরোধী দল এবং সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিয়েছিল। ইরান এবং রাশিয়া-এই দুটি দেশ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার সরকারকে সমর্থন করেছিল। একইসঙ্গে সিরিয়ার সঙ্কট তীব্র হওয়ার পরিপ্রেক্ষিতে দামেস্ক সরকারের সমর্থক ও বিরোধীদের মাঝে ওই সংকট নিয়ে রাজনৈতিক বৈঠকও করা হয়েছে। সিরিয়ার সরকার বিরোধীরা কাতার ও তুরস্কসহ বিভিন্ন দেশেও বৈঠক করেছে। দামেস্কের সমর্থকরাও তেহরান ও মস্কোতে বৈঠক করেছে। এছাড়া ভিয়েনা, জেনেভা এবং আস্তানাতেও দামেস্ক সরকার ও বিরোধীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সিরিয়া সংকট নিরসনে ইরান, রাশিয়া ও তুরস্ক-এই তিনটি দেশের প্রচেষ্টা অন্যান্য বৈঠকের চেয়ে ভিন্ন মাত্রার ছিল। কাজাখস্তান, তুরস্ক, রাশিয়া ও ইরানে অনুষ্ঠিত এসব বৈঠকের ফলে সিরিয়ার সংকট বিশেষ করে তাদের মানবিক সংকট অনেক কমেছে। গত দু'দিনে মস্কোয় ইরান, তুরস্ক, রাশিয়া ও সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে, দামেস্ক ও আঙ্কারার প্রতিরক্ষা কর্মকর্তারা গত বছরের শেষের দিকে প্রথমবারের মতো বৈঠক করেছিলেন। ২৮ ডিসেম্বরে মস্কোয় অনুষ্ঠিত ওই বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হালুসি অকার এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলি মাহমুদ আব্বাস উপস্থিত ছিলেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু জানিয়েছেন সিরিয়ার সঙ্গে যোগাযোগের একটি পর্যায় শুরু হয়েছে।

চতুর্পক্ষীয় মস্কো বৈঠকের গুরুত্বপূর্ণ একটি দিক হলো তুরস্ক ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের ব্যাপারে আলোচনা। সংবাদ সূত্রগুলো চতুর্পক্ষীয় মস্কো বৈঠক সম্পর্কে জানিয়েছে ওই চার দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত মিখাইল বোগদানভ এক বক্তব্যে তুরস্ক ও সিরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তুরস্ক অবশ্য গত বছরের মাঝামাঝি থেকে বেশ কয়েকবার সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করার আগ্রহ প্রকাশ করেছে।#

পার্সটুডে/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।