ফিলিস্তিনবিষয়ক গান: 'জয় ফিলিস্তিন জাগো মুসলিম'
(last modified Thu, 06 Apr 2023 11:58:57 GMT )
এপ্রিল ০৬, ২০২৩ ১৭:৫৮ Asia/Dhaka

ফিলিস্তিনের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর গত (৪ এপ্রিল) গভীর রাতে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত কয়েক ডজন ইসরাইলি সেনা হামলা চালায়।  এ সময় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ কয়েকশ’ ফিলিস্তিনি পবিত্র রমজান মাসে রাত জেগে আল্লাহ তায়ালার ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন। তাদের অনেকেই ছিলেন ইতিকাফরত।

মানবতার শত্রু ইসরাইলি সেনারা প্রথমে টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করতে করতে আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে। এরপর তারা আতঙ্কিত মুসল্লিদের বন্দুকের বাট ও বাটন দিয়ে বেদম প্রহার করে এবং আহত অবস্থায় বহু মুসল্লিকে আটক করে। এ ঘটনার সময় মোবাইল ফোনে ধারন করা ভিডিওতে দেখা যায়, ইসরাইলি সেনারা নির্দয়ভাবে মুসল্লিদের পেটাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে সাহায্যের আবেদন জানিয়ে নারী ও শিশুদের আর্তচিৎকার ভেসে আসছে।

পবিত্র রমজান মাস এলেই বর্বর ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি হামলা বাড়িয়ে দেয়। গত কয়েক বছর ধরে এমনটিই দেখা যাচ্ছে। ফিলিস্তিনি ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদও হচ্ছে দেশে দেশে। কবি-সাহিত্যিক-শিল্পীরাও প্রতিবাদে শামিল হচ্ছেন।

বাংলাদেশে তরুণ সমাজের মধ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পী ফিরোজ প্লাবন কিবরিয়া 'জয় ফিলিস্তিন জাগো মুসলিম' শিরোনামে একটি গান আপলোড করেছেন ২০২১ সালের ২৮ মে। ফেসবুকে গানটি ভিউ হয়েছে দুই লাখ ১৩ হাজার বার। পাসটুডের পাঠকদের জন্য গানটি আপলোড করা হলো।

গানটি সম্পর্কে ফিরোজ প্লাবন কিবরিয়া তার টাইমলাইনে লিখেছেন, ফিলিস্তিনের জনসাধারণের স্বাধীনতা চাই, স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাই, বিশ্বের মানবতা কি শুধুমাত্র ইউক্রেনের জন্য? আমি ইউক্রেনের সর্বসাধারণের প্রতি সমবেদনা জানাচ্ছি। কিন্তু আমার ফিলিস্তিনের অসহায় মানুষের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ এটা ইজরায়েলের সবথেকে চরম অমানবিকতা এবং হিংস্রতা। বিশ্ববাসীকে বলবো এই বিষয়টা নিয়ে অতিসত্বর সমাধান করুন।"  

পার্সটুডে/আশরাফুর রহমান/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।