ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি সেনাদের হামলায় আহত ৪০
(last modified Sat, 15 Apr 2023 07:52:06 GMT )
এপ্রিল ১৫, ২০২৩ ১৩:৫২ Asia/Dhaka
  • ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি সেনাদের হামলায় আহত ৪০

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভরত ফিলিস্তিনি জনতার ওপর ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, কাফার কুদ্দম গ্রামে একটি শিশুসহ তিন ফিলিস্তিনি ইসরাইলি সেনাদের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন।

পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর বিশ্ব মুসলিমের তৃতীয় পবিত্রতম  স্থান আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের হামলার জের ধরে জেরুজালেম আল-কুদস শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে।

গতকাল (শুক্রবার) বিশ্ব কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা যাতে বিক্ষোভ দেখাতে না পারে সেজন্য ইসরাইলি সেনারা আল-আকসা মসজিদের দু’টি প্রবেশপথে  কঠোর নিরাপত্তা ব্যব্স্থা গ্রহণ করে।

ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে গতকাল (শুক্রবার) পালিত হয়েছে আন্তর্জাতিক কুদস দিবস। ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থাপতি ইমাম খোমেনীর (রহ.) আহ্বানে সাড়া দিয়ে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার এই দিবস পালিত হয়ে আসছে। ইরানসহ বেশিরভাগ আরব দেশে গতকাল ছিল রমজান মাসের শেষ শুক্রবার।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ