ইরান-সৌদি চুক্তি ইহুদিবাদীদের জন্য মারাত্মক বিপর্যয়
(last modified Sun, 16 Apr 2023 11:31:14 GMT )
এপ্রিল ১৬, ২০২৩ ১৭:৩১ Asia/Dhaka
  • নাসের আবু শরীফ
    নাসের আবু শরীফ

ইসলামী প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের প্রতিনিধি নাসের আবু শরীফ বলেছেন, ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে চীনের মধ্যস্থতায় যে চুক্তি হয়েছে তা ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার জন্য মারাত্মক বিপর্যয়।

গতকাল শনিবার তেহরান বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ কথা বলেন নাসের আবু শরীফ। তিনি বলেন, আমরা এখন বিশ্বের আসল ঘটনাগুলো ঘটতে দেখছি যার বিরাট ইতিবাচক প্রভাব পড়বে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের ওপর। চীন এবং রাশিয়ার মতো শক্তির উত্থানে ফিলিস্তিন লাভবান হবে। এছাড়া ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যকার চুক্তির মতো আঞ্চলিক ঘটনা ইহুদিবাদী ইসরাইলের জন্য মারাত্মক হতাশার খবর। এর মধ্যদিয়ে আমেরিকা এবং ইহুদবাদি ইসরাইলের ষড়যন্ত্র নস্যাত হবে। যার অর্থ হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরানের সামনে একটি মাত্র শত্রু দেশ থাকবে।
আবু নাসের শরীফ বলেন, তেহরান-রিয়াদ চুক্তি ইয়েমেন থেকে ফিলিস্তিন পর্যন্ত বিস্তৃত অঞ্চলে বিশেষ প্রভাব ফেলতে পারে, সিরিয়ার সম্ভাব্য আরব লীগে ফেরা এবং দেশের অভ্যন্তরীণ সমস্যার রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে এই চুক্তির প্রভাব ফেলবে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ