হামাস নেতাদের সৌদি সফর
সৌদি-হামাস সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা
-
হানিয়া (বামে)
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতা ইসমাইল হানিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌদি আরব সফরে গেছেন। বহু বছর পর হামাসের শক্তিশালী কোনো প্রতিনিধিদল সেদেশ সফরে গেলেন।
ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার নেতৃত্বাধীন এই প্রতিনিধিদলে সংগঠনটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রধান মূসা আবুমারজুক এবং হামাসের বিদেশ শাখার প্রধান খালিদ মাশয়ালও রয়েছেন।
তারা পবিত্র মক্কায় ওমরা পালন শেষে সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় দুই পক্ষের মধ্যে ফিলিস্তিন ইস্যু, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ফিলিস্তিনি বন্দি মুক্তির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন গড়ার স্বপ্ন বাস্তবায়নে সব আরব ও মুসলিম দেশের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী।
ফিলিস্তিনের একটি সূত্র জার্মান বার্তা সংস্থাকে বলেছে, সৌদি আরবের রাষ্ট্রীয় আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে এবং এর মধ্যদিয়ে হামাসের সঙ্গে সৌদি আরবের টানাপড়েন অবসানের পথ খুলে যেতে পারে।#
পার্সটুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।