ঈদুল ফিতরের নামাজের খতিব:
ইয়েমেনে ঈদুল ফিতরের নামাজের খতিবকে গুলি করে হত্যা
ইয়েমেনে ঈদুল ফিতরের নামাজের খতিবকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বত্তরা। দক্ষিণ-পূর্ব ইয়েমেনের শাবওয়া প্রদেশের বিহান শহরে ওই ঘটনা ঘটে।
আনাতোলি বার্তা সংস্থার ওয়েব সাইট জানিয়েছে, ইয়েমেনের রিফর্ম পার্টির সদস্য শেখ আব্দুল্লাহ আলবানি গতকাল ঈদুল ফিতরের জামাত শেষে খুতবা দেন। খুতবা শেষে মুসল্লিদের উপস্থিতিতেই অজ্ঞাত বন্দুকধারী তাঁকে গুলি করে হত্যা করে। ইয়েমেনের উপ তথ্যমন্ত্রী মুহাম্মদ কিরান এই খবরের সত্যতা স্বীকার করেছেন।
শেখ আবদুল্লাহ আলবানি ইয়েমেনের বৃহত্তম ইসলামী দল আল-ইসলাহ বা রিফর্ম পার্টির সদস্য হওয়ার পাশাপাশি বিহান শহরের জনস্বাস্থ্য ও জনসংখ্যা অধিদপ্তরের মহাপরিচালকও ছিলেন।
এই খবর সম্প্রচারের আগ পর্যন্ত কোনো দল বা গোষ্ঠি ওই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে নি। শাবওয়া প্রদেশ বর্তমানে দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের নিয়ন্ত্রণে রয়েছে।ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি শাবওয়ার গভর্নর আওয়াদ আল-আওলাকির সঙ্গে ফোনে কথা বলেন। তিনি হত্যাকাণ্ডের মোটিফ স্পষ্ট করার পাশাপাশি খুনিদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় হাজির করার দাবি জানান।#
পার্সটুডে/এনএম/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।