প্রেসিডেন্ট রায়িসির মন্তব্য
কৌশলগত সহযোগিতা চুক্তি তেহরান-দামেস্ক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা
-
সিরিয়ার প্রধানমন্ত্রী হোসেইন আর্নুসের সঙ্গে বৈঠকে রায়িসি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তেহরান ও দামেস্কের মধ্যকার কৌশলগত সহযোগিতা চুক্তির প্রশংসা করে বলেছেন, এই চুক্তি হচ্ছে ভ্রাতৃপ্রতিম ও বন্ধুপ্রতিম দুই মুসলিম জাতির মধ্যে নতুন অধ্যায়ের সূচনা।
গতকাল (বৃহস্পতিবার) রাজধানী দামেস্কে সিরিয়ার প্রধানমন্ত্রী হোসেইন আর্নুসের সঙ্গে বৈঠকের সময় এই মন্তব্য করেন প্রেসিডেন্ট রায়িসি। গতকাল ছিল তার সিরিয়া সফরের দ্বিতীয় ও শেষ দিন।
দুই দেশের মধ্যে সই হওয়া এই চুক্তির প্রতি বিশেষ গুরুত্বারোপের জন্য ইরানের প্রেসিডেন্ট সিরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং সেখানে প্রেসিডেন্ট রায়িসি জোর দিয়ে বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দূ দেশের সহযোগিতা আরো বাড়ানো উচিত।
বৈঠকে সিরিয়ার প্রধানমন্ত্রী হোসেইন আর্নুস উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে তার দেশের প্রতি লাগাতার সমর্থন দেয়ায় ইরানকে ধন্যবাদ জানান। তেহরান ও দামেস্কের মধ্যে সম্পর্ক বাড়ানোর উদ্যোগকেও স্বাগত জানান তিনি। প্রেসিডেন্ট রায়িসির সিরিয়া সফরের সময় যেসব সহযোগিতা চুক্তি সই হয়েছে সেগুলো আন্তরিকভাবে বাস্তবায়নের জন্য তার সরকার চেষ্টা করবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।#
পার্সটুডে/এসআইবি/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।