আবারো তেলের উৎপাদন কাটছাঁট করছে সৌদি আরব, প্রতিদিন কমবে ১০ লাখ ব্যারেল 
(last modified Mon, 05 Jun 2023 08:19:02 GMT )
জুন ০৫, ২০২৩ ১৪:১৯ Asia/Dhaka
  •  আবারো তেলের উৎপাদন কাটছাঁট করছে সৌদি আরব, প্রতিদিন কমবে ১০ লাখ ব্যারেল 

সৌদি আরব স্বেচ্ছায় আবারো তেলের উৎপাদন কাটছাট করার ঘোষণা দিয়েছে। গতকাল (রোববার) দেশটি এ ঘোষণা দিয়ে বলেছে, জুলাই মাস থেকে তেল উৎপাদন কাটছাটের সিদ্ধান্ত কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ানোর লক্ষ্যে সৌদি আরব এ সিদ্ধান্ত নিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়।

গতকালের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সৌদি তেলের উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাবে।ওপেকের কার্যত নেতা সৌদি তেলমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল করার জন্য যা প্রয়োজন তিনি তাই করবেন। গত দশ মাস ধরে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ কমিয়ে এর দাম স্থিতিশীল পর্যায়ে আনার চেষ্টা করা সত্ত্বেও তা খুব একটা কার্যকর হয়নি। 

গত এপ্রিল মাসে আকস্মিকভাবে তেল সরবরাহ কমানোর সিদ্ধান্ত নেয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৯০ ডলারে পৌঁছায়। কিন্তু গত সপ্তাহে আবার তেলের দাম ৭০ ডলারের এসে দাঁড়ায়।
গতকাল ভিয়েনায় তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের সহযোগী দেশগুলোর দীর্ঘ ৭ ঘণ্টা বৈঠকের পর সৌদি আরব এই তেলের উৎপাদন কমানোর ঘোষণা দেয়। এ বিষয়ে সৌদি আরব তেলমন্ত্রী এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি এই সিদ্ধান্তকে নজিরবিহীন বলে মন্তব্য করেন। 

এদিকে, গতকাল তেলের উৎপাদন কমানোর ঘোষণা দেয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি অন্তত এক ডলার বেড়ে গেছে। ওপেকভুক্ত দেশগুলো সারা বিশ্বের মোট অপরিশোধিত তেলের শতকরা ৪০ ভাগ উৎপাদন করে। এর আগে গত এপ্রিল মাসে ওপেক প্লাসের সদস্যরা ১৬ লাখ ব্যারেল তেল কম উৎপাদনের আকস্মিক ঘোষণা দেয়।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ