ইসরাইলের সঙ্গে দীর্ঘ মেয়াদি যুদ্ধবিরতি নিয়ে কথা হয়নি: হামাস ও জিহাদ
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, দখলদার ইসরাইলের সঙ্গে দীর্ঘ মেয়াদি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
সম্প্রতি কায়রো সফর করেছেন এই দুই সংগঠনের প্রতিনিধিরা। তারা সেখানে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন।
কায়রো বৈঠক সম্পর্কে কোনো কোনো ইসরাইলি ও আরব গণমাধ্যম লিখেছে, কায়রো বৈঠকে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘ মেয়াদি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে কথা হয়েছে। কিন্তু হামাস ও জিহাদের নেতারা স্পষ্টভাবেই বলেছেন, এ ধরণের কোনো আলোচনাই কায়রোতে হয়নি।
হামাসের মুখপাত্র হাজিম কাসিম বলেছেন- কায়রোতে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার খবরগুলো ডাহা মিথ্যা, এসবের কোনো ভিত্তি নেই। একই ধরণের তথ্য দিয়েছেন ইসলামি জিহাদের মুখপাত্র দাউদ শাহাব। তিনি বলেন, মহাসচিব জিয়াদ আন নাখালা কায়রোতে স্বল্প বা দীর্ঘ মেয়াদি যুদ্ধবিরতি নিয়ে কোনো কথা বলেননি।
তিনি বলেন, ফিলিস্তিনি জাতি দখলদারদের কবলে রয়েছে। দখলদারদের মোকাবেলায় নিজেদেরকে রক্ষার অধিকার ফিলিস্তিনিদের রয়েছে।#
পার্সটুডে/এসএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।