যৌথ বিমান প্রতিরক্ষা মহড়া শুরু করেছে রাশিয়া ও সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i125224-যৌথ_বিমান_প্রতিরক্ষা_মহড়া_শুরু_করেছে_রাশিয়া_ও_সিরিয়া
রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী যৌথভাবে আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে। এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সিরিয়ার আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা। গতকাল (বুধবার) থেকে এই প্রতিরক্ষা মহড়া শুরু হয়েছে এবং আগামী ছয় দিন ধরে তা চলবে। সিরিয়ায় রাশিয়ার রিকন্সিলেশন সেন্টারের প্রধান রিয়ার অ্যাডমিরাল ওলেগ গুরিনভ এই তথ্য জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৬, ২০২৩ ১৭:২৩ Asia/Dhaka
  • যৌথ বিমান প্রতিরক্ষা মহড়া শুরু করেছে রাশিয়া ও সিরিয়া

রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী যৌথভাবে আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে। এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সিরিয়ার আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা। গতকাল (বুধবার) থেকে এই প্রতিরক্ষা মহড়া শুরু হয়েছে এবং আগামী ছয় দিন ধরে তা চলবে। সিরিয়ায় রাশিয়ার রিকন্সিলেশন সেন্টারের প্রধান রিয়ার অ্যাডমিরাল ওলেগ গুরিনভ এই তথ্য জানান।

তিনি মঙ্গলবার জানিয়েছিলেন, মহড়ায় যৌথভাবে দু'দেশের সেনারা বিমান প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মহড়া চালাবে যাতে সিরিয়ারেওপর শত্রুর বিমান হামলা মোকাবেলা করা যায়। গুরিনভ জানান, গতকাল মার্কিন নেতৃত্বাধীন কথিত যৌথ বাহিনীর ড্রোন অন্তত নয় বার ফ্লাইট সেফটি রুল লঙ্ঘন করেছে। তিনি বলেন, মার্কিন জোটের এই নিয়ম ভঙ্গের ঘটনা বেড়েই চলেছে এবং এর কারণে পারস্পরিক গঠনমূলক সহযোগিতা অসম্ভব হয়ে উঠেছে।

রিয়ার অ্যাডমিরাল ওলেগ গুরিনভ সুস্পষ্ট করে বলেন, আমরা বারবার বলেছি এই ধরনের কর্মকাণ্ড ও সমন্বয়হীন কোনো ফ্লাইটের জন্য রাশিয়া কোনরকম দায় দায়িত্ব বহন করবে না।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।