নাবলুসে আবার অভিযান
ইহুদিবাদী সেনাদের হাতে এক ফিলিস্তিনি শহীদ, আহত ৪
-
ফিলিস্তিনি শহীদ
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা আবারো আগ্রাসন চালিয়েছে এবং এতে এক ফিলিস্তিনি তরুণ শহীদ ও চারজন আহত হয়েছেন। এ সময় ইসরাইল সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়।
আজ (বৃহস্পতিবার) সকালে একদল অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিকে এস্কর্ট দিয়ে নাবলুস শহরে অবস্থিত হযরত ইউসুফ (আ) এর মাজার দেখাতে নিয়ে যায় ইসরাইলি সেনারা। এ সময় তাদের সঙ্গে ইসরাইলের পুলিশ কমিশনার কোবি শাবতাই এবং অন্য কয়েকজন পুলিশ অফিসার ছিলেন।
এই উস্কানিমূলক পরিদর্শন কার্যক্রম থেকেই আজকের সংঘাত শুরু হয়।
ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলি সেনাদের গুলিতে মারাত্মকভাবে আহত হন বাদের সামি মাসরি নামে ১৯ বছর বয়সী এক তরুণ। সাথে সাথে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয় কিন্তু সেখানে তার মৃত্যু হয়।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি সেনাদের গুলিতে আরো ৪ ফিলিস্তিনি আহত হয়েছেন যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
বিবৃতিতে বলা হয়েছে, এর বাইরে আরো অন্তত ৩০ জন ফিলিস্তিনি ইসরাইলি সেনাদের ছোড়া টিয়ারগ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে ১২ বছরের একটি মেয়ে শিশু রয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি সেনাদের একটি আর্মার্ড বুলডোজার বোমা মেরে উড়িয়ে দেয়।#
পার্সটুডে/এসআইবি/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।