জুলাই ২৬, ২০২৩ ১৪:০৯ Asia/Dhaka
  • 'ফ্যাসিস্ট ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে নামুন'

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে গতকাল (মঙ্গলবার) বর্বর ইহুদবাদী ইসরাইলি আগ্রাসনের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন।

গতকালের আগ্রাসনে তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে হামাস এবং ইসলামি জিহাদ আন্দোল ঐক্যবদ্ধভাবে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছে।

হামাস এক বিবৃতিতে বলেছে, "আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধাদের এই দলটি তাদের সমস্ত বিশ্বাস ও দৃঢ়তা নিয়ে আমাদের জনগণের সুরক্ষায় এবং পবিত্র আল-আকসা মসজিদ যা অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের দ্বারা মারাত্মকভাবে হামলার শিকার হচ্ছে তার সমর্থনে ইসরাইলি শত্রু মোকাবেলার জন্য লড়াই শুরু করেছিল।”

ফ্যাসিবাদী দখলদারিত্বের আগ্রাসন প্রতিহত করতে এবং আল-আকসা মসজিদ ও দখলকৃত আল-কুদস শহরে বসতি স্থাপনকারীদের মোকাবেলা করার জন্য সমবেত হতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

আলাদা বিবৃতিতে ইসলামি জিহাদ আন্দোলন কাসসাম ব্রিগেডের তিন যোদ্ধার শাহাদাতে শোক প্রকাশ করেছে এবং ইসরাইলি আগ্রাসনের মোকাবেলার আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, শহীদদের এই রক্ত ইসরাইল-বিরোধী সংগ্রাম চালিয়ে যেতে উৎসাহ যোগাবে।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ