অবৈধ সমস্ত বিদেশি সেনা প্রত্যাহারের দাবি সিরিয়ার, সমর্থন দিল ইরান
(last modified Thu, 24 Aug 2023 13:14:53 GMT )
আগস্ট ২৪, ২০২৩ ১৯:১৪ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি
    জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি

যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়া থেকে অবৈধ সমস্ত বিদেশি সেনা প্রত্যাহারের জন্য দামেস্ক সরকার যে দাবি জানিয়েছে তার প্রতি সমর্থন দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি গতকাল (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া বক্তৃতায় একথা বলেন।

তিনি বলেন, সিরিয়ায় অবৈধভাবে বিদেশি সৈন্যদের উপস্থিতির কারণে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের জন্য দেশটির ভিতর আবার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

আমির সাঈদ ইরাভানি আরও বলেন, সিরিয়ার যেসব জায়গায় অবৈধভাবে বিদেশি সেনা মোতায়েন রয়েছে সেসব জায়গায় দায়েশসহ উগ্রপন্থী সন্ত্রাসীরা বাধা-বিঘ্নহীনভাবে চলাফেরা করছে যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। এ প্রেক্ষাপটে সিরিয়ার সরকার দেশটি থেকে সমস্ত অবৈধ বিদেশি সেনা প্রত্যাহারের যে যৌক্তিক দাবি করেছে তার প্রতি সমর্থন জানিয়েছে তেহরান।

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের নামে ২০১৪ সালে সিরিয়ায় সেনা মোতায়েন করে আমেরিকা। কিন্তু এ ব্যাপারে সিরিয়ার সরকার কিংবা জাতিসংঘের পক্ষ থেকে অনুমতি নেয়নি ওয়াশিংটন। সিরিয়া সবসময় বলে আসছে, দেশের প্রাকৃতিক ও কৃষি সম্পদ লুটপাটের জন্য মার্কিন সেনাদেরকে জোর করে মোতায়েন রাখা হয়েছে। সিরিয়া বার বার দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য কার্যকর ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ