ইসরাইলে ইউরোপীয় পাসপোর্ট বা ইমিগ্রেশন ভিসার জন্য আবেদনের হিড়িক
(last modified Fri, 25 Aug 2023 08:23:54 GMT )
আগস্ট ২৫, ২০২৩ ১৪:২৩ Asia/Dhaka
  • তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ভিড়
    তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ভিড়

ইহুদিবাদী ইসরাইলি নাগরিকরা ইউরোপীয় দেশগুলোর পাসপোর্ট কিংবা ইমিগ্রেশন ভিসা পাওয়ার জন্য ব্যাপক হারে চেষ্টা-তদবির শুরু করেছে। বিগত মাসগুলোতে তেল আবিবের ইউরোপীয় দূতাবাসগুলোতে এ সংক্রান্ত আবেদন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বলে এক রিপোর্টে জানা গেছে।

ইসরাইলি ওয়াইনেটনিউজ ওয়েবসাইট জানিয়েছে, ফ্রান্স, নেদারল্যান্ড, রোমানিয়া, পর্তুগাল, স্পেন, জার্মানি, ইতালি ও বাল্টিক প্রজাতন্ত্রগুলোর দূতাবাসগুলোতে বিদেশি পাসপোর্টের জন্য ইসরাইলিদের আবেদন বহুগুণ বেড়ে গেছে।

তেল আবিবে নিযুক্ত একজন ইউরোপীয় কূটনীতিক বলেছেন, কেউ কেউ এই প্রবণতাকে সাম্প্রতিক বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার আইনের সঙ্গে সম্পর্কিত মনে করেন, আবার কেউ কেউ বিশ্বাস করেন যে, ইসরাইলে জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কারণে সেখানকার লোকজন স্থায়ীভাবে ইউরোপে পাড়ি জমানোর চিন্তাভাবনা করছে।

তিনি আরো বলেন, পাসপোর্টের জন্য আবেদন করা ইসরাইলি পরিবারগুলোর সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। দূতাবাসগুলোতে পাসপোর্টের জন্য এত দীর্ঘ লাইন এর আগে কখনও দেখা যায়নি।

বিগত তিন বছরে পাসপোর্টের জন্য আবেদন বেড়ে গেছে বলে নিশ্চিত করেছে তেল আবিবের স্প্যানিশ দূতাবাস। অন্যদিকে ফরাসি দূতাবাস বলেছে, পাসপোর্টের আবেদন বেড়ে গেছে তবে ‘আমরা এর পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছি না।’

সম্প্রতি, লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ বলেছেন, ইসরাইলি দখলদারিত্বের দুর্বল অভ্যন্তরীণ ফ্রন্ট একটি ‘আদর্শগত পশ্চাদপসরণের’ মুখোমুখি হয়েছে, যা বসতি স্থাপনকারীদেরকে তাদের তল্পিতল্পা গুটাতে এবং অধিকৃত ফিলিস্তিনি ভূমি ছেড়ে চলে যেতে চালিত করছে।

ইসরাইলের ১৩ নম্বর টিভি চ্যানেল গতমাসে এক জরিপে দেখতে পেয়েছে, ২৮ শতাংশ ইসরাইলি এই অবৈধ রাষ্ট্র ছেড়ে স্থায়ীভাবে চলে যাওয়ার চিন্তাভাবনা করছে। জরিপে অংশ নেয়া ৫৪ শতাংশ মানুষ বলেছে, বিচার বিভাগীয় সংস্কার আইন ইসরাইলের নিরাপত্তাকে বিপন্ন করেছে এবং ৫৬ শতাংশ উত্তরদাতা ইসরাইলে একটি গৃহযুদ্ধের আশঙ্কা করছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৫

ট্যাগ