‘আগ্রাসীদের যুদ্ধ বন্ধের শেষ সুযোগ দেয়া হচ্ছে’
https://parstoday.ir/bn/news/west_asia-i128070-আগ্রাসীদের_যুদ্ধ_বন্ধের_শেষ_সুযোগ_দেয়া_হচ্ছে’
ইয়েমেনের ন্যাশনাল সালভেশন ফ্রন্ট সরকারের প্রধানমন্ত্রী আবদুল আজিজ বিন হাবতুর বলেছেন, তার দেশের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধ বন্ধের বিষয়ে আগ্রাসী দেশগুলোর সামনে আর মাত্র একটিই সুযোগ আছে। এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে তাদেরকে কঠিন মূল্য দিতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১৯:৪১ Asia/Dhaka
  • ‘আগ্রাসীদের যুদ্ধ বন্ধের শেষ সুযোগ দেয়া হচ্ছে’

ইয়েমেনের ন্যাশনাল সালভেশন ফ্রন্ট সরকারের প্রধানমন্ত্রী আবদুল আজিজ বিন হাবতুর বলেছেন, তার দেশের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধ বন্ধের বিষয়ে আগ্রাসী দেশগুলোর সামনে আর মাত্র একটিই সুযোগ আছে। এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে তাদেরকে কঠিন মূল্য দিতে হবে।

তার এ বক্তব্য তুলে ধরেছে ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা। তিনি বলেন, আগ্রাসী দেশগুলো যুদ্ধের মাধ্যমে ইয়েমেনের সালভেশন ফ্রন্ট সরকারকে ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত করছে। এ বিষয়ে উপযুক্ত জবাব দেয়ার বিষয় তার সরকার বিবেচনা করছে। 
হাবতুর বলেন, “ইয়েমেন আগ্রাসনে জড়িত দেশগুলো অনড় অবস্থান নিয়েছে এবং তারা মনে করছে দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারিদের নিয়মিত বেতন দিতে না পারায় তারা সানার ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। কিন্তু আমরা জনগণের সচেতনার ওপর বিশ্বাস রাখি। পাশাপাশি সানা আগ্রাসীদের উপযুক্ত জবাব দেয়ার বিষয়টি বিবেচনা করছে। আমরা আগ্রাসীদের যুদ্ধ বন্ধের সর্বশেষ সুযোগ দিচ্ছি।” 
হাবতুর বলেন, এ মুহূর্তে ইয়েমেনের সমস্ত রাজস্ব আয়ের উৎস দখলদারদের হাতে। আগে ইয়েমেনের বাজেটের শতকরা ৭৫ ভাগ আসতো তেল-গ্যাস থেকে এবং ১৫ ভাগ আসতো শুল্ক ও কাস্টমস থেকে। বাকিটা মঞ্জুরি ও ঋণ থেকে। কিন্তু এখন সব উৎস বন্ধ; শুধুমাত্র আল-হুদাইদা বন্দর আয়ের উৎস হিসেবে কাজ করছে যেখান থেকে শতকরা ১০ ভাগ রাজস্ব আসে। ফলে প্রতি তিন মাস পর পর সরকারি চাকরিজীবীদের বেতন দেয়া সম্ভব হচ্ছে।# 
পার্সটুডে/এসআইবি/১৩