ইয়েমেনে সংঘাত অবসানের সুযোগ সৃষ্টি হয়েছে: বিন সালমান
https://parstoday.ir/bn/news/west_asia-i128366-ইয়েমেনে_সংঘাত_অবসানের_সুযোগ_সৃষ্টি_হয়েছে_বিন_সালমান
সৌদি যুবরাজ বলেছেন, আমরা ইয়েমেন ইস্যু নিয়ে সকল ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। ইয়েমেনে আমরা কোনো সমস্যা চাই না বলেও মন্তব্য করেন মুহাম্মাদ বিন সালমান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২৩ ১৬:১২ Asia/Dhaka
  • মুহাম্মাদ বিন সালমান
    মুহাম্মাদ বিন সালমান

সৌদি যুবরাজ বলেছেন, আমরা ইয়েমেন ইস্যু নিয়ে সকল ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। ইয়েমেনে আমরা কোনো সমস্যা চাই না বলেও মন্তব্য করেন মুহাম্মাদ বিন সালমান।

ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিনিধি দল গত সপ্তায় রিয়াদ সফরে গিয়েছিল। ২০১৪ সালে ইয়েমেন যুদ্ধ শুরুর পর এটাই ছিল রিয়াদে সানার প্রতিনিধি দলের প্রথম আনুষ্ঠানিক সফর। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয়ের সদস্য হাজাম আল-আসাদ সম্প্রতি জানিয়েছেন, সৌদি আরবের রিয়াদে চলমান শান্তি আলোচনা ইতিবাচক পরিবেশে অগ্রসর হচ্ছে। এই আলোচনা ওমানের মধ্যস্থতায় এবং জাতিসংঘের কোনোরকম ভূমিকা ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।

দৈনিক আশ-শারকুল-আওসাত লিখেছে সৌদি ক্রাউন প্রিন্স "মোহাম্মদ বিন সালমান" গতরাতে ইয়েমেনের সাথে শান্তি আলোচনা প্রসঙ্গে বলেছেন: দেশটিতে এখন সংঘাত অবসানের একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে। বিন সালমান অপর এক বক্তব্যে বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হচ্ছে ফিলিস্তিনিদের দাবি পূরণ করা।

এর আগে আরবি ভাষার দৈনিক "ইলাফ" জানিয়েছে, সৌদি আরব ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সকল আলোচনা বন্ধ রেখেছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে এখন পর্যন্ত চারটি আরব দেশ আনুষ্ঠানিকভাবে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে চুক্তিতে পৌঁছেছে। ওই চার আরব দেশ হলো সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো।#

পার্সটুডে/এনএম/২১